শিরোনাম
◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের ◈ অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ◈ আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস  ◈ দেশ ছেড়ে যারা আগেই চলে গেছেন তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়? ◈ ৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক ◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকার টিকে আছে বিএনপি-জামাত-মিলিট্ৰির অবিশ্বাস্য রাজনৈতিক সাপোর্টের কারণে

ফাহাম আব্দুস সালাম (Faham Abdus Salam) ফেইসবুক থেকে :
 
বাংলাদেশে অনেকেই হাসিনা কিংবা আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আতংকিত। না, আওয়ামী লীগ কিংবা হাসিনা ফিরে আসবে না।

আমাদের সামনে আছে এর চেয়ে অনেক ভয়াবহ বিপদ।
 
আমরা যদি খুব দ্রুত জব ক্রিয়েশান এবং ওয়েলথ ক্রিয়েট করতে না পারি - এই দেশে কমপ্লিট ব্রেক ডাউন অফ অর্ডার হবে। এই সিচুয়েশানে প্রত্যেকে একটা ট্রাইব তৈরী করবে। মিলিট্ৰি এবং সিভিল বিউরোক্রেসি আলাদাভাবে চলবে। যেটা সবচেয়ে সমস্যাজনক হবে - সেটা হোলো প্রত্যেকটা ফ্র্যাকশান নিজে নিজেই আওয়ামী লীগের মতো আচরণ করবে। একটার বদলে অনেক আওয়ামী লীগ হোলো আমাদের সত্যিকারের বিপদ।
 
যেই ট্রাইব বেশী টাকা দিবে - য়ুটিউবাররা সেই দিকে আগুন দিবে। এবং অতি অবশ্যই রেমিটেন্স শাট-ডাউনের আহবান করা হবে।
 
এই সরকার টিকে আছে বিএনপি-জামাত-মিলিট্ৰির অবিশ্বাস্য রাজনৈতিক সাপোর্টের কারণে। এলারমিস্ট নই, কিন্তু রিয়ালিটি হোলো যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় আছে। আমরা যদি দ্রুত জব ক্রিয়েট করতে না পারি - এই কোয়ালিশান অটুট থাকবে না।
 
আমি বাংলাদেশের ক্ষমতাধর মানুষদের কাছে আকুল আবেদন করছি: সংস্কার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের সর্বোচ্চ চেষ্টা করুন জব ক্রিয়েশানের জন্য। শ্রমিকদের কাজে ফেরান। আমার অল্প বুদ্ধিতে যা আসে - মধ্যপ্রাচ্যের শ্রম বাজার হচ্ছে আমাদের একমাত্র ভরসা। আমরা যদি খুব দ্রুত ওয়েলথ ক্রিয়েট করতে না পারি - যেই জিনিসটাকে আপনারা “নতুন রাজনৈতিক বন্দোবস্ত” বলে অভিহিত করেন - সেই বন্দোবস্ত এক নতুন বীস্ট এ পরিণত হবে।
 
য়েস - আওয়ামী লীগ তাতে থাকবে না কিন্তু আপনি একটা পুরাপুরি বিভক্ত এবং আনগভর্নবল জাতি পাবেন। এই “নতুন রাজনৈতিক বন্দোবস্ত” আমাদের য়ে কে রক্তাক্ত করে ছাড়বে এবং আমরা ওনেক ব্যাথা পাবো।
 
আজকে আপনাদের মনে হতে পারে আমাদের অনেক সমস্যার সমাধান করতে হবে, সংস্কার করতে হবে। সেগুলো প্রত্যেকটাই সত্য - স্বীকার করছি। কিন্তু কালকে যখন আপনি আজকের এই সময়টাকে দেখবেন - মনে হবে যে মূল সমস্যা ছিলো যে আমাদের কাছে টাকা ছিলো না। এটাই মূল সমস্যা।

যেই পলিটিকাল টার্ময়েল আপনারা আজকে দেখতে পাচ্ছেন - আমার অনুমান এর ৯০% কারণ হোলো মার্কেটে চাকরি নাই, পয়সা নাই এবং ফলত আশা নাই।
 
একটা অপ্রিয় কথা বলি। হাসিনার পতনের সবচেয়ে বড়ো কারণ: মার্কেটে টাকা শেষ হয়ে গিয়েছিলো। জুলাই আন্দোলন জুলাইতে না হলেও এই বছর মার্চের মধ্যে হোতোই।
 
আমরা এখন গ্রেইস পিরিয়ডে আছি। জব ক্রিয়েট না করা গেলে আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে পরাস্ত করতে পারবো না।

অভুক্ত মানুষ রাগী মানুষ - সে য়ুটিউবও বেশী বিশ্বাস করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়