আমিনুল ইসলাম (Aminul Islam) ফেইসবুক থেকে :
এই দেশে ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে পি#টিয়ে মেরে ফেলা কোন অপরাধ নয়।
এই দেশে গু#লি করে নির্বিচারে মানুষ মারাও কোন অপরাধ নয়।
এই দেশে সিন্ডিকেট করে এক রাতের মাঝে কোটি কোটি টাকা মেরে দেয়াও অপরাধ নয়।
ব্যাংক লুট করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানানোও কোন অপরাধ নয়।
রাস্তায় প্রকাশ্যে চাঁদাবাজি কিংবা দখলবাজীও অপরাধ নয়।
এদের মাঝে কেউ কেউ আবার বিশিষ্ট সমাজসেবী কিংবা দানবীর হিসাবেও পরিচিতি পায়। কেউ রাজনীতিতে নাম লেখায়। মন্ত্রী-এমপি হয়।
অপরাধ কিসে জানেন?
সারা বছর জুড়ে একটু একটু করে দুটো বই লিখেছেন। বই মেলার সময় সেই বই প্রচার করলে কেউ কেউ এসে বলবে
- এত প্রচার করার কি আছে?
এ এক আজব সমাজ এবং সমাজের মানুষজন।
এরা অপরাধী, হ#ত্যাকারী, ধর্ষ#ণকারী, ঋণখেলাপিদের তোষণ করে। আর যারা এদের বিরুদ্ধে লিখে। তাঁদের সমালোচনা করে সকাল-বিকাল।
এই যে সমাজ কাঠামো; সে কাঠামোর যাঁতাকলে পিষ্ট হয়ে একটা মানুষের জীবনের পরিণতি কেমন হতে পারে। এ নিয়েই লেখা উপন্যাস "নিলী-নীলিমা।" দুটো বই-ই প্রকাশ হয়েছে অন্বেষা প্রকাশন থেকে। মেলায় পাবেন। এছাড়া অন-লাইনে রকমারি তো আছেই সংগ্রহ করার জন্য।
এই কাঠামো ভাঙ্গার জন্য একটা আন্দোলন। গ্রীষ্মের ছুটিতে ঘুরতে এসে অন্যায়ের প্রতিবাদ; নিজের উপর নিপীড়ন এবং সব শেষে আন্দোলন সফল হবার পর অনেক স্বপ্ন এবং আশা। এরপর সেই স্বপ্নগুলো কী ধূসর হতে চলেছে? নাকি এই জনপদের মানুষের আশা করাও অপরাধ? এ নিয়ে লেখা দ্বিতীয় বই- "গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন জুলাই-আগস্ট ২০২৪"
আমার বন্ধু-বান্ধবরা সবাই ভালো ভালো চাকরি করছে। অনেকে দেশে থাকে আবার অনেকেই বিদেশে। দেশ নিয়ে তাঁরা একটা শব্দও ব্যায় করে না। চকচকে জীবন ওদের। আলিশান বাড়ি, দামি গাড়ি, ইউরোপ -অ্যামেরিকায় প্রতি বছর ঘুরে বেড়ায়। দেশ ও সমাজ নিয়ে ওরা চিন্তা করে না কিংবা করলেও এ নিয়ে কিছু বলে না। শুধু শুধু বিপদে পড়তে চায় না।
এই দেশের বেশিরভাগ মানুষ অন্যায়ের প্রতিবাদ করে না। সব কিছু আমরা চুপ থেকে মেনে নেই। আর যারা প্রতিবাদ করে। তাঁদেরকে এই পুরো পথটা একাই চলতে হয়। বই পড়ে অন্তত এই মানুষগুলোর সাথে থাকুন।
আপনার মতামত লিখুন :