শিরোনাম
◈ নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ◈ এবার জাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা ◈ আগরতলায় কাল থেকে আবারও ভিসা কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ◈ ছাড়া পেল উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া ৩ ছাত্র ◈ আমার দল চিটাগং কিংসের টাকার গরম নেই: অধিনায়ক মিঠুন ◈ বিয়ের পর যে কারণে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন চিত্রনায়িকা পপি ◈ ‘আমরা বাড়ী বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালায় ফিক্সিং করে’ (ভিডিও) ◈ বাল্যবিয়ে রোধে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি  ◈ সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী: আলী রীয়াজ (ভিডিও) ◈ ১২ কর্মকর্তার ভারত সফরে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৩ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী: আলী রীয়াজ (ভিডিও)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সংবিধান সংস্কার কমিটির প্রধান ও রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ বলেছেন, ‘সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী, সমর্থন করি না।’ গত রোববার রাতে একটি বেসরকারি টেলিভিশনে এক টকশোতে এ মন্তব্য করেন তিনি।

সরকারের সমর্থনে রাজনৈতিক দল গঠনে সেটা কিংস পার্টি হিসেবে বিবেচনা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিংস পার্টির কথা বলছেন, কিংস পার্টি অবশ্যই টিকবার কোনো কারণ নেই। কিংস পার্টির ব্যাপারে আগ্রহ থাকে না। আমি এখন পর্যন্ত কিংস পার্টি হিসেবে তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যদি হয়, সেটা আমিও সমর্থন করবো না। এখন যারা ছাত্ররা আছেন, তারাও তো বলেছেন-যদি রাজনৈতিক দল করেন, তাহলে তারা যুক্ত থাকবেন না। তারা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। ফলে আমি আশা করছি, তারা যদি যুক্ত হোন, তারা সরকারে থাকবেন না।’

সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রেক্ষিতে করা প্রশ্নের জবাবে আলী রীয়াজ আরও বলেন, 'প্রফেসর ইউনূসের বক্তব্য আমি যেভাবে দেখি, তিনি তার দিক থেকে বোঝার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন যে, এই রকম পরিস্থিতিতে একটা রাজনৈতিক শক্তির উত্থান সহজতর হবে, গ্রহণযোগ্য হবে এটা তিনি মনে করতে পারেন। প্রত্যেক্ষ সমর্থনের এখন পর্যন্ত আমি কিছু লক্ষ করিনি। কিন্তু এটা আবারও বলি-সরকারের প্রত্যক্ষ সমর্থনে কোনো রকম রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী।’

এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি দল হিসেবে যদি আত্মপ্রকাশ করে, যেটা তারা চেষ্টা করছে, সেটা করাটাই স্বাভাবিক। তারা একটা বড় আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন। তাদের কিছু রাজনৈতিক প্রশ্ন আছে, রাজনৈতিক দাবি আছে, রাজনৈতিক পরিকল্পনা আছে। যেমন ধরুন, ৩রা আগস্ট যখন এক দফা দাবি দেয়া হয়, তখন কিন্তু একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল। ওটা তাদের আকাঙ্ক্ষার জায়গা,সেটা করতে চান এবং ঘোষিত। তারা বলেছেন, কেবলমাত্র ব্যক্তির অপরসারণ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থাটার অপসরণ চাই।

সেটা তাদের রাজনৈতিক অবস্থান। তখনকার পরিস্থিতিতে তারা আন্দোলনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করেছেন। তারপর শেখ হাসিনার পতন ও পলায়নের ঘটনা ঘটেছে। এখন তারা রাজনৈতিকভাবে যদি সেটা এগিয়ে নিতে চান, তাদের দল করতে হবে। এটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। শুধুমাত্র প্রেশার গ্রুপ হিসেবে এটার কাজ হবে না। তাদেরকে দল করতে হবে। তবে যেকোনো রাজনৈতিক দল করায় চ্যালেঞ্জ আছে। আপনাকে জনগণের সমর্থন নিতে হবে। এটা হলো একটা দিক।’ উৎস: মানবজমিন ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়