শিরোনাম
◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১০:৩৮ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সফর মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং উপলব্ধিকে সমৃদ্ধ করে : শায়খ আহমাদুল্লাহ

বিশিষ্ট ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান শায়খ আহমাদুল্লাহ ইউরোপ সফর করেছেন। দারুণ ইহসান বার্লিনের আমন্ত্রণে জার্মানিতে গিয়েছিলেন। সেখান থেকে একে একে ১১টি দেশে ইসলামিক কনফারেন্স করেছেন এই ইসলামি আলোচক।

শুক্রবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই কথা জানান আহমাদুল্লাহ। তিনি লিখেছেন, ‘Darul Ihsan Berlin e.V. এর আমন্ত্রণে মাত্র আঠারো দিনে শিল্প-সাহিত্য ও বিজ্ঞানের কেন্দ্র ইউরোপের এগারোটি দেশ সফরের সুযোগ হলো আলহামদুলিল্লাহ।’

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘সফর মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং উপলব্ধিকে সমৃদ্ধ করে। শাণিত করে জীবন-দর্শন ও দেখার চোখ। এবারের সফরে পৃথিবীর মোড়লদের জীবন, দর্শন, সংস্কৃতি এবং তাদের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।’

পোস্টে নিজের ইউরোপ সফরের বেশকিছু ছবি জুড়ে দিয়েছেন আহমাদুল্লাহ। ইউরোপ সফরের অভিজ্ঞতা নিয়ে বই লেখার ইচ্ছা পোষণ করে  এই ইসলামিক ব্যক্তিত্ব যোগ করেন, ‘সফরে নিয়মিত ডায়রি লিখেছি। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মিলনমেলা, ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং মুসলমানদের হারানো গৌরবময় অতীতের যেসব স্মৃতি দেখেছি, সেইসব অভিজ্ঞতা সিঞ্চন করে অচিরেই একটি বই প্রকাশের ইচ্ছা আছে।’

ওই পোস্টের কমেন্টে যে ইউরোপের যে দেশগুলোতে সফর করেছেন, সেসবের নাম জানিয়েছেন শায়খ আহমাদউল্লাহ। দেশগুলোর মধ্যে রয়েছে- জার্মানী, ফ্রান্স, স্পেন, ইতালী, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, পর্তুগাল, চেক রিপাবলিক ও পোল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়