শিরোনাম
◈ মিরপুরে আবাসিক হোটেলে ঝটিকা অভিযানে নারী-পুরুষসহ আটজন গ্রেফতার ◈ অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ  ‘শাটডাউন’ ঘোষণা (ভিডিও) ◈ আলুর দাম ৪০০ টাকায় উঠে গেছে, এটি একটি বিভ্রান্তিকর প্রতিবেদন : প্রেস সচিব ◈ সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান যেভাবে পালিয়ে যান লন্ডনে(ভিডিও) ◈ বাংলাদেশে অস্থিরতা, ভারতে যাচ্ছে তৈরি পোশাকের অর্ডার! ◈ ‘সবাই হাসেন আর আনন্দ করেন’, আদালত চত্বরে ইনু (ভিডিও) ◈ পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্কে আর বাধা নেই ◈ একের পর এক দাবি সামাল দিতে বেসামাল অন্তর্বর্তী সরকার ◈ বগুড়ার নবান্ন উৎসবকে কেন্দ্র করে নতুন আলুর কেজি ৪০০ টাকা! ◈ সচিবালয়ে অনশনে তিতুমীরের ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ১২:২৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একের পর এক দাবি সামাল দিতে বেসামাল অন্তর্বর্তী সরকার

মহসিন কবির: বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নপূরণের অঙ্গীকার করে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক দাবি সামাল দিতে বেসামাল হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্ণ হলো ৮ নভেম্বর। প্রায় প্রতিদিনই কোন কোন দাবিতে সড়ক অবরোধ করা হচ্ছে। এছাড়া পোশাক শ্রমিকদের তো দাবি আছেই। 

সোমবার (১৮ নভেম্বর) বিক্ষোভ করছে তারা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে দিনভর সড়ক অবরোধর পর সচিবালয়ে অনশনে বসেছেন প্রতিষ্ঠানটির ১৪ শিক্ষার্থী।

গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় দুই কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এ সময় উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করেন।

পুলিশ জানায়, বেক্সিমকো কারখানার শ্রমিকরা গত দু’দিনের মতো সোমবার সকাল থেকে চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ওই কারখানার কারণে আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া গত ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার কারখানা খুলে দেয়া হলেও দুপুরের পর ছুটি ঘোষণা করা হয়।

এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন প্রতিষ্ঠানটির ১৪ শিক্ষার্থী। একই সময়ে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজের ফটকের সামনের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

অনেকদিন ধরেই সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনেরর দাবি জানিয়ে আসছিল সেই কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বেশ কয়েকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। সেই ধারাবাহিকতায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করে। অন্যদিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে যান।

চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকদের বেতন-ভাতা ও সব সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জের ধরে ৬ রাইফেল ব্যাটালিয়ন জামালপুর, এর নিরপরাধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের’ দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুরে একাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম হাসান তালুকদারের কাছে স্মারকলিপি পেশ করেন। এ মানববন্ধন এবং বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান, বিগত সময়ে সাধারণ ছাত্র-শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত এবং সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত সব শিক্ষকদের শাস্তিার দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষকদের স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। এ ছাড়া উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ কর্মসূচি থেকে সাবেক উপাচার্য মিহির রঞ্জন হালদার, অধ্যাপক সোবহান মিয়া, অধ্যাপক মো. আলমগীর, অধ্যাপক শিবেন্দ্র শিখর শিকদার ও পিন্টু চন্দ্র শীলসহ অভিযুক্ত অন্যান্য সব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এই বিক্ষোভ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ অনিয়মিত বেতন দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে মেডিকেল অফিসারদের বাকি রয়েছে তিন মাসের বেতন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ৯টার দিকে অক্টোবর মাসের বকেয়া বেতন আদায়ের জন্য হাসপাতাল পরিচালক ডা. এনায়েত হোসেনের কক্ষে যান নার্সরা। এ সময় পরিচালক তাদের চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দিলে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে নার্সদের সঙ্গে চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীরাও এসে অংশ নেন।

উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রবিউল হোসেনকে স্বৈরাচার শেখ হাসিনা দোসর দাবি করে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র-জনতা। সম্প্রতি তারা এই মানববন্ধন করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে দেশের জনসাধারণের আমানতের অর্থ লোপাট, পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ এনে রবিউল হোসেনকে অবিলম্বে প্রত্যাহারসহ তাকে আইনের আওতায় এনে পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেন টানা ২০১৬ সাল থেকে দীর্ঘ সাড়ে ৮ বছর স্বৈরাচারী করে এই পদ ধরে রেখে নজিরবিহীন দুর্নীতি অর্থপাচারকারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামীবিরোধী সিবিএ নেতা কর্মীদের হয়রানিসহ চাকরিচ্যুত করা, করোনার প্রণোদনার টাকা আত্মসাৎ, বাংলাদেশ ব্যাংক হতে জরিমানা করা, ঋণ খেলাপিদের ঋণ দিয়ে নিজের পকেট ভর্তি করাসহ অসংখ্য অভিযোগের পরও অদৃশ্য ক্ষমতার বলে চাকরিতে বহাল আছেন বলে অভিযোগ উঠেছে।

নরসিংদীর বেলাব সরকারি হোসেন আলী কলেজের অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ ছাড়া পলাতক, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, রাতের আঁধারে পকেট কমিটি গঠন, স্বেচ্ছাচারীসহ নানা অনিয়মের অভিযোগ তুলে আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কলেজটি প্রতিষ্ঠার পর ২০১৩ সালে অধ্যক্ষ পদে যোগদান করেন বীরেশ্বর চক্রবর্তী। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠে।

মৌখিক পরীক্ষার দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তারা এই কর্মসূচি পালন করছেন। পেট্রোবাংলা জানায়, তাদের মধ্য থেকে তিন জন প্রতিনিধিকে ডেকে আলোচনা করা হচ্ছে। ১৭ নভেম্বর দুপুর থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি, দ্রুত যেন মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবো না।

ডিজিটাল লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যান।

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা আসাদগেট এলাকায় গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে লটারি চালু করা হয়েছিল। সেটি এখন না থাকলেও কয়েক বছর ধরে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চলে আসছে। মেধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই লটারি প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবি তাদের।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশেষ করে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার মূল্যায়ন করতে হবে। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জানা গেছে, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কলেজ কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বানও জানানো হয়। তারপরও কলেজ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন।

১৮ নভেম্বর এক দফা এক দাবি এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে সোমবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী ঘেরাও করে রাখে।

মুক্তির দাবিতে ৮ দিন ধরে কারাগারে আমরণ অনশনরত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। বর্তমানে তাদের খুলনা জেলা কারাগার হাসপাতালে স্যালাইন দেওয়া হচ্ছে। দুটি মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত খুবির এই দুই ছাত্র হলেন, নূর মোহাম্মদ অনিক ওরফে নূর ও মো. মোজাহিদুল ইসলাম।

২০২০ সালে কথিত নব্য জেএমবির সদস্য হিসেবে পুলিশ তাদের গ্রেপ্তার করে। খুলনা জেলা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন বলেন, মুক্তির দাবিতে গত ১০ নভেম্বর থেকে দুটি মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত খুবির দুই ছাত্র নূর মোহাম্মদ অনিক ওরফে নূর ও মো. মোজাহিদুল ইসলাম খুলনা জেলা কারাগারে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তাদের কারাগার হাসপাতালে রেখে স্যালাইন দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুরোধ করা সত্ত্বেও তারা কিছু খাচ্ছে না। তিনি জানান, বিষয়টি তিনি জেলা প্রশাসক ও কারাবিধি অনুযায়ী আদালতকে অবহিত করেছেন। তাদের বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে।

ময়মনসিংহে ফয়সাল খান ওরফে শুভ নামের এক তরুণকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত্যুর ঘটনায় ১৮ নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কাশিপুর এলাকার ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁর স্বজন ও এলাকাবাসী।

তাঁদের দাবি, ফয়সালকে ছাদ থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পরপরই তাঁকে বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়