শিরোনাম
◈ পাকিস্তান থেকে কী পণ্য আমদানি করে বাংলাদেশ আর কী রপ্তানি করে? ◈ ২১ নভেম্বর রাজধানীর যেসব সড়ক পরিহার করবেন ◈ রমজানের ১১ নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল ◈ শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি: সারজিস ◈ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে : জেপি নাড্ডা ◈ আবহাওয়া অফিসের নতুন বার্তা শীত ও কুয়াশা নিয়ে  ◈ ঢাবি ছাত্রদলের ৬ নেতা পদ হারালেন চার দিনের মাথায়, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ◈ উর্দু নয়, পাকিস্তানে সবচেয়ে বেশি কথা হয় যে ভাষায় ◈ কুয়াশায় বিঘ্ন হলে শাহজালালের ফ্লাইট নামবে চট্টগ্রাম ও সিলেটে ◈ সৌদি আরবে গত এক সপ্তাহে যে কারনে ২১ হাজার অভিবাসী গ্রেফতার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ১২:২৩ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উর্দু নয়, পাকিস্তানে সবচেয়ে বেশি কথা হয় যে ভাষায়

পাকিস্তনে উর্দু নয়, বরং পাঞ্জাবি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন।শীর্ষ তিনেই নেই দেশটির রাষ্ট্রভাষা উর্দু। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিসটিকস এর বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। 

পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানের ৩৭ শতাংশ মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে। দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষা পাশতো। আর তৃতীয় স্থানে রয়েছে সিদ্ধি। মাত্র ৯ শতাংশ মানুষ পাকিস্তানে উর্দুতে কথা বলে।

এর আগে ২০১৭ সালে উর্দু ভাষাভাষীর সংখ্যা ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। আর ২০২৩ সালের হিসাবে তা ৯ দশমিক ২৫ শতাংশ। সবচেয়ে বেশি পাকিস্তানি উর্দুতে কথা বলেন সিন্ধ এলাকায়। সেখানে ১৫.৭২ শতাংশ পাকিস্তানি প্রথম ভাষা হিসেবে উর্দু ব্যবহার করে থাকেন। এরপরই সবচেয়ে বেশি উর্দু ব্যবহৃত হয় রাজধানী ইসলামাবাদে। 

সবচেয়ে বেশি ৩৬.৯৮ শতাংশ পাকিস্তানি কথা বলেন পাঞ্জাবি ভাষায়। পাঞ্জাবে ৬৭ শতাংশ মানুষের প্রথম ভাষাই পাঞ্জাবি। এরপর ইসলামাবাদের সবচেয়ে বেশি এই ভাষা ব্যবহৃত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়