আব্দুন নূর তুষার, ফেইসবুক থেকে : হীরো আলম উপদেষ্টা হোক বলে একদল লোক ট্রল করছেন। আপনারা যখন হীরো আলম নির্বাচন করেছিলো তখন যদি এম পি হতো - তাকে নিয়ে কি একই রকম তামাসা করতেন? দেশের আইনে ভোট পেয়ে আলম এমপি হতে পারলে - উপদেষ্টা হতে পারবে না কেন? ফারুকী কেন উপদেষ্টা হলো এই নিয়ে এতো অস্থিরতা কেন? তাহলে আপনারা একশ নাম দেন যারা এই দেশে উপদেষ্টা হবার উপযুক্ত ও যাদের বয়স ষাটের কম।
আপনারা ফেসবুক থেকে উপদেষ্টা ঠিক করে দেন। আপনারা ভুলে যাচ্ছেন যে এই দেশে আপনারাই দলীয় চিন্তা থেকে ভালো মানুষদের সুশীল চুশিল বলে হেয় করেছেন। আপনারা ভাড়াটিয়া গালিবাজ দিয়ে বড় ছোট সবাইকে গালাগালি করিয়েছেন।বাটপার এস আলমকে নিয়ে চুরি করে তিনি কত মহান - সেই গান গেয়েছেন।
ভন্ড ইনফ্লুয়েন্সারদের বন্যা বাবা - দান বাবা - বানিয়েছেন। ইলেকশনের আগে ফেসবুক এর মুরগীর রান চিবানো - মরিচ খেয়ে লাল গু বের হবে এমন ভিডিও বানানো ইনফ্লুয়েন্সারদের সাথে ছবি তুলেছেন। দুইপাশে পড়েনা চোখের পলক - বিয়ান সাবের বুকের জমি অল্পটাকা দাম গান গাওয়া দুই নায়ক নিয়ে ছাবলামো করেছেন।
আমি তো মনে করি আপনাদের মতো হীরো আলমকে হেয়কারী লোকদের পছন্দসই সম্ভাব্য উপদেষ্টা হতে পারেন - নারী ও শিশু - পরীমনী। সমাজ কল্যান - সেফুদা। আমি সিরিয়াসলি বললাম। দেশের নিয়মে এ বিষয়ে কোনো বিধিনিষেধ নাই। বৈষম্যও নাই। হীরো আলম উপদেষ্টা হলে কোনো অসুবিধাও নাই। সে অন্তত ভন্ড তেলবাজ ভীতু কাপুরুষ না।
আপনার মতামত লিখুন :