শিরোনাম
◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী? ◈ পাকিস্তানের ভয়ে ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল ◈ আজ থেকে শুরু হজ ফ্লাইট, সৌদি যাচ্ছেন ৮৭ হাজারের বেশি বাংলাদেশি মুসল্লি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ০১:২৬ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী কারণে ধ্বংস হয়েছিলো সামুদ জাতি?

মোজাফ্ফর হোসেন

মোজাফ্ফর হোসেন: আল-কোরআনে আছে, বিকৃত যৌনাচার বিশেষ করে সমকামিতার জন্য ধ্বংস হয়েছিল লুত (আ.)-এর সামুদ জাতি। বলা হয়, পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয়। তারা এই কাজ সামাজিকভাবে উদযাপন করত। এই কারণে আল্লাহর গজব হিসেবে এই জাতির ওপর মহাপ্রলয় নেমে আসে। এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয়। আল কোরআনে এও আছে, শোয়াইব (আ.)-এর মাদইয়ান জাতি ধ্বংশ হয়েছিল দুর্নীতির কারণে। এই জাতির লোভ-লালসা ছিল চূড়ান্ত। লেনদেনের সময় ওজনে কম দিত। দুর্নীতি, আত্মসাৎ, রাহাজানি, ছিনতাই, লুটপাট, লোকঠকানো, ধর্ষণ ও মজুদদারির মতো কাজে তারা রীতিমতো সিদ্ধহস্ত ছিল। তারা এসব কাজ করে সামাজিক স্বীকৃতি অর্জন করত। ফলে তারা ধ্বংস হয়েছিল, অনেকটা সামুদবাসীর মতো ভূমিকম্প আর অগ্নিবৃষ্টিতে। 

বাংলাদেশের মুসলমানরা মনে করেন, একমাত্র সমকামিতার জন্যই মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়। এই কারণে সামুদ জাতিকে তারা ঘৃণা করে। কিন্তু মাদইয়ান জাতি? তারা যা যা করছিল সবই এদেশের মুসলমানরা করে। ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, রাহাজানি, ছিনতাই, লুটপাট, লোকঠকানো, ধর্ষণ ও মজুদদারি। এখন আপনি সমকামিদের অধিকারের কথা বললে আপনাকে মেরে ফেলবে বা ৫৭ ধারায় ফাঁসিয়ে দেবে। [তবে মাদরাসার বলাৎকার নিয়ে কথা বলতে গেলে ইসলামবিরোধী তকমা পেতে হবে একটা গোষ্ঠী থেকে]। কিন্তু আপনি যদি মুসলমান হয়েও হাজার কোটি টাকার দুর্নীতি করেন, রাতদিন ঘুষ খান, খাদ্যে ভেজাল মেশান, ওজনে কম দেন কারো ধর্মানুভূতিকে আঘাত লাগবে না। বরং আপনি টাকাপয়সা ঢেলে মসজিদ কমিটির সভাপতিও হয়ে যাবেন। ফলে এদেশে লুত (আ.)-এর নাম আমরা জানি, শোয়াইব (আ.)-এর নাম জানার সুযোগ থাকে না। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়