শিরোনাম
◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৩:২৯ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পদ ধ্বংসকারীদের বাহবা দিয়ে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন

রীতা রায় মিঠু

রীতা রায় মিঠু: যে সকল সুশীলতাজীবী, যে সকল সেলিব্রিটি নিজেদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের নিরাপদ স্থানে রেখে, একটা মীমাংসিত ইস্যুকে ইলাস্টিকের মতো টেনে লম্বা করে শেখ হাসিনার পতন আন্দোলন বানিয়ে চিলের পিছে ছুটতে পছন্দ করা আবুইদ্দাদের নানাভাবে উসকে দিচ্ছেন, যে দেশ আপনাদের সুশীল বানালো, সেই দেশের সম্পদ ধ্বংসকারীদের বাহবা দিয়ে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, বিভিন্ন মাধ্যমে বক্তিমা বিবৃতির মাধ্যমে বাংলা ব্লকেড জারি করে দেশের অর্থনীতির চাকার গতি শ্লথ করে দিতে উৎসাহ দিচ্ছেন, আপনাদের এসব নোংরামি, বজ্জাতি, হঠকারিতা, স্বেচ্ছাচারিতায় যোগ দিবো না জেনে ছেলেমেয়েদের দিয়ে আমাদের উদ্দেশে গালিগালাজ বিতরণ করছেন, হয়তো এই ঘৃণ্য কর্মকাণ্ডের তেজে আপনারা জয়ী হবেন, হয়তো বাংলাদেশের সকল মিষ্টির দোকান খালি হয়ে যাবে, আমাদের যা হয় হবে, জন্মের ঋণ ছাড়া দেশ থেকে বিনামূল্যে কিছু নিইওনি, দেশকে পেছন থেকে বাঁশও দিইনি। 

আমরা বাই বর্ন সুনাগরিক,  সুনাগরিক মাত্রেই দেশকে ভালোবাসে, দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করে। কিন্তু আপনারা! যারা সকালে যারে গালি দেন, আ তু তু ডাক পাইলেই তার সাথে নৈশভোজে যোগ দেন, মনে রাইখেন, প্রকৃতির কমপিউটারে আপনাদের চেহারা, নাম, বংশ পরিচয় সব ফাইল করা আছে। প্রকৃতি সময়মতো আপনাদের পাওনা সুদে আসলে মিটিয়ে দিবে। এক ১৫ আগস্টের দেনা চুকাতে চুকাতেই আপনাদের চুল পাইকা গেলো, আরেক ১৫ আগস্ট ঘটাতে চাইছেন তো, তার আগেই আপনাদের নিরাপদে থাকা সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের চুল দাড়ি পাইকা যাবে! এটা অভিশাপ নয়, সুপার ইন্সটিংক্ট থেকে বললাম কথাগুলো। ৩১-৭-২৪।

যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ৎরঃধৎড়ুসরঃযঁ

  • সর্বশেষ
  • জনপ্রিয়