মাসুদুজ্জামান: আপনি কি সত্যি সত্যিই বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন? তাহলে কারও ব্যক্তিগত চিন্তাভাবনা ও মতাদর্শের সঙ্গে আপনার চিন্তাভাবনার মিল না থাকলে তাকে আক্রমণ করে কথা বলেন কেন? সেই আক্রমণ আবার যুক্তিতর্ক ও ভাবনাচিন্তায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত আক্রমণের পর্যায়েও নিয়ে যেতে দ্বিধাবোধ করেন না। এই যে মুখে বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলা আর ব্যক্তিগত মতপার্থক্যের কারণে অন্যকে আক্রমণ করা, এটা কখনোই কোনো সভ্য মানুষের গণতান্ত্রিক আচরণ হতে পারে না।
বিস্ময়কর হচ্ছে, আপনার নিজের ক্ষেত্রে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার চাইবেন, আবার নিজেই অন্যকে আক্রমণ করে কথা বলবেন, এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে ফ্যাসিবাদ। এখন অনেকেই দেখছি এরকম আচরণ করছেন। কিন্তু মতপার্থক্য থাকলেই আক্রমণ নয়। আপনি আপনার মতপ্রকাশ করুন, একইভাবে অন্যের মতপ্রকাশের স্বাধীনতাকেও মেনে নিন। কখনও ব্যক্তিগত আক্রমণ করে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দেবেন না।
২৯-৭-২৪. https://www.facebook.com/masud.uzzaman.7169
আপনার মতামত লিখুন :