মুনশি জাকির হোসেন: গত ৩ দশকের বেশি শিবির তাদের রাজনৈতিক মতাদর্শিক যে প্রজন্ম গড়ে তুলেছে তারা এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের পরাজয় ঘটাচ্ছে। এদের কেউ কেউ সরাসরি শিবির, কেউ কেউ জঙ্গি, কেউ কেউ বিএনপি/জামায়াত, কেউ কেউ এন্টি আওয়ামী লীগ, কেউ কেউ ভারতবিরোধী, কেউ কেউ পাকিস্তানপন্থী। কোটা বিরোধী আন্দোলনের এরা সকলেই সর্বশক্তি প্রয়োগ করেছিল। এর বিপরীতে গত ৩ দশকের ছাত্রলীগের ছাত্র রাজনীতিতে না আছে মতাদর্শিক রাজনীতি, না আছে মেধাবীদের অগ্রাধিকার, না আছে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার। আছে শুধু ওকা স্যারদের পদলেহন, অর্থ, বিত্ত বৈভবের মালিক হওয়া। ফলাফল যা হবার তাই হয়েছে, আপনি অবাক হলেও আমি অবাক হইনি। চোখের সামনে দেখলাম কীভাবে শিবির কয়েকটি প্রজন্মকে নিজেদের করে নিলো। ২৬-৭-২৪। ফেসবুক থেকে