শিরোনাম
◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে ◈ রমজান মাসে ভারতের গুলমার্গে ফ্যাশন শো! বিধানসভায় নিন্দা ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী ◈ গণবিজ্ঞপ্তি জারি, নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন ◈ সাড়া দিচ্ছে মাগুরার নির্যাতনের শিকার শিশুটি, জানালেন মা ◈ ২৪ ঘণ্টার মধ্যেই মুচলেকায় ছাড়া পাওয়া সেই নারী গ্রেপ্তার ◈ শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে হচ্ছে আইন : প্রেস সচিব (ভিডিও) ◈ নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু ◈ ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫  ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০১:৩৫ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ এই তরুণ শিক্ষার্থীরাই

কাজী হানিয়াম মারিয়া

কাজী হানিয়াম মারিয়া: কারফিউর সময় বহুদিন পর টিভির সামনে বসেছিলাম দেশের পথঘাটের খবর নিতে। সন্ধ্যায় হল ভ্যাকেন্টের পর বেশির ভাগ ছাত্রীই হয় বান্ধবীর বাসায় বা কোনো আত্মীয়ের বাসায় গিয়েছিলো। যারা বাড়ি যাবার টিকেট করতে পেরেছিলো তারা কেউ কেউ বহু কষ্টে যেতে পেরেছে। বলতে গেলে বেশির ভাগই ঢাকায় আটকে পরেছে। নিজের বাড়ি বাদে কোথাও এক-দুরাতের বেশি থাকাটা যে স্বস্তিদায়ক নয় তা তো বলার অপেক্ষা রাখে না। হল ভ্যাকেন্টের সময় এসব কর্তৃপক্ষের মাথায় ছিলো না। তাই চাইছিলাম শিক্ষার্থীরা অন্তত পরিবারের পাশে থাকুক। কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মানুষ প্রিয়জনের সান্নিধ্যে থাকতে পছন্দ করে। অবাক হয়ে লক্ষ্য করলাম, দেশের সব চ্যানেলে প্রায় একই রকম খবর প্রচারিত হচ্ছে এবং সব টকশোতে সবাই একইসুরে কথা বলছেন। সবার আফসোস দেশের এত এত সম্পদ নষ্ট হলো। 

কিন্তু কোথাও শিক্ষার্থীদের প্রাণনাশের খবর তো দূরের কথা, হতাহতের খবরও দেখলাম না। দুর্বিষহ সাতদিন পর সোশাল মিডিয়ায় ঢুকেই প্রথমে ইনবক্সের উপচে পরা মেসেজের রিপ্লাই করলাম। নিজে অনেকের খবর নিলাম। তারপর মনে হলো না ঢুকতে পারলেই ভালো হতো। কারণ আমি অনুভূতিহীন না, আমার মন মানুষের প্রাণের জন্য কাঁদে। হয়তো এই হাহাকার করতে করতে একদিন সব স্বাভাবিক হবে, কিন্তু যারা গেছে তারা ফিরে আসবে না। তাদের গল্পগুলো পরিবার-বন্ধুদের সাথে ভাগাভাগি হবে না, স্বপ্নগুলো পূরণ হবে না। তাদের আমরা সংখ্যায় গুণবো, কিন্তু পরিবারে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা কোনোকিছু দিয়ে পূরণ হবে না। তারপর চোখে পড়লো সেই ভয়ংকর সহমত জেনারেশনের কপিপেস্ট স্ট্যাটাস।

মানুষের চোখ-কান-মুখ বন্ধ থাকলেও কোনো সমস্যা হয় না। সমস্যা হয় যখন বিবেক বন্ধ থাকে। এরা বন্ধ বিবেক নিয়ে দেশপ্রেম দেখাতে গিয়ে আসলে মোসাহেবি করছে যেটা সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা। এই মোসাহেবদের দেখলাম কয়েক ঘণ্টার মধ্যে সম্পদ নিয়ে বেশ কয়েকটি পোস্ট করে ফেলেছে। আসলে নিজে তো সম্পদ হতে পারেনি, তাই মূল সম্পদ নিয়েই চিন্তাই করতে পারছে না। বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের এই তরুণ শিক্ষার্থীরা। এই সম্পদের সঠিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের ওপরই আমাদের দেশের সুন্দর ভবিষ্যৎ নির্ভর করছে। ২৫-৭-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়