শিরোনাম
◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা  ◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে ◈ রমজান মাসে ভারতের গুলমার্গে ফ্যাশন শো! বিধানসভায় নিন্দা ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী ◈ গণবিজ্ঞপ্তি জারি, নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন ◈ সাড়া দিচ্ছে মাগুরার নির্যাতনের শিকার শিশুটি, জানালেন মা ◈ ২৪ ঘণ্টার মধ্যেই মুচলেকায় ছাড়া পাওয়া সেই নারী গ্রেপ্তার ◈ শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে হচ্ছে আইন : প্রেস সচিব ◈ নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু ◈ ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫ 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ১২:০৪ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার যুদ্ধ আদর্শিক, আর আপনার যুদ্ধ এজেন্ডা ভিত্তিক

আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন: আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমার যুদ্ধ আদর্শিক, আর আপনার যুদ্ধ এজেন্ডা ভিত্তিক। আপনার পক্ষের মানুষ মারা গেলে আপনি হায় হুসেন, হায় হুসেন, বলে মাতম করেন। আর, বিপক্ষের কেউ মারা গেলে আপনি হাসেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কখনো দেখেছেন কারো মৃত্যুতে হাসতে কিংবা আলহামদুলিল্লাহ বলতে? অথচ আমাদের কেউ মারা গেলে অমানুষের মতো আপনি বলেন, কুলাঙ্গারটার মরাই উচিত ছিলো। অথচ দেখেন, যে ছেলেটি দেশের জাতীয় সংগীতের বিরুদ্ধে লিখেছে, পহেলা বৈশাখ ও ফাল্গুনের বিরুদ্ধে লিখেছে, জঙ্গি নেতাকে যে তার পীর মনে করতো, রাজাকার সাঈদীকে মনে করতো জাতীয় বীর, তার ছবি আপনারা প্রোফাইলে দিয়েছেন, প্রথম শহীদ হিসাবে স্যালুট করছেন। 

আমরা কি তাকেও কখনো কোথাও কুলাঙ্গার বলেছি? তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছি? কেউ কখনো বলেছে যে, পুলিশতো গুলি করেনি, রাবার বুলেট ছুড়েছে। রাবার বুলেটে কীভাবে তিনি মারা গেলেন? বলিনি । কারণ যেকোনো মৃত্যুই আমাদের কাছে কষ্টের ও বেদনার। মীর মুগ্ধ, এই ছেলেটি ছাত্র আন্দোলনে শিবির ও ছাত্রদল ঢুকেছে বলে স্ট্যাটাস দেওয়ার পরদিনই কেন মারা গেলো? তাকে কে মেরেছে, কেন মেরেছেÑ এটা নিয়ে কি আমরা প্রশ্ন তুলেছি? তুলিনি। বিচার বিভাগীয় তদন্তের অপেক্ষায় আছি। জঙ্গিদের শিরোমণি বাংলা ভাই যখন জীবন্ত মানুষকে গাছে ঝুলিয়ে হত্যা করতো, আপনার বলতেন, বাংলা ভাই নামে কেউ নাই, এটা মিডিয়ার সৃষ্টি। আমরা এর প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। আজকে যখন গাজীপুরের জুয়েল মোল্লা ও পুলিশ সদস্যদের একই কায়দায় ঝুলিয়ে হত্যা করে পিশাচরা উল্লাস করেছে, আমরা এখনো এর প্রতিবাদ করছি আর আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। আপনাদের সাথে আমাদের পার্থক্য অনেক। পার্থক্য আদর্শ, মন-মানসিকতা ও মানবিকতায়। সুতরাং আপনার চিৎকার ও হুংকার আমাদের কানে পৌঁছবে না।
  https://www.facebook.com/ashrafulalam.khokan.

  • সর্বশেষ
  • জনপ্রিয়