শিরোনাম
◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৫:২৮ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠকতে ঠকতে জীবন তলানিতে পৌঁছেছে

আফজাল হোসেন

আফজাল হোসেন: দেশ অনেক বদলে গেছে। বদলে গেছে বহু মানুষই। একটু ভালো জীবনের আশায় শত চেষ্টা করেও কোটি কোটি মানুষের ভাগ্য বা কপাল বদলায়নি, বদলেছে কপালের খানিকটা উপরের দিক। হয় কপালে পড়েছে ভাঁজ অথবা মাথার চুল হতাশার ঠ্যালা গুঁতোয় হয়েছে উধাও। কষ্টের জীবন নিয়ে মানুষের অতো ক্ষোভ অশান্তি ছিল না, ক্ষোভ আর অশান্তি মন্দ মানুষদের নিয়ে। যাদের চাওয়া অশেষ, পাওয়ারও শেষ নেই। ঘোরতর অন্যায় তারা হাসতে হাসতে করতে পারে। অথচ যারা সাধারণ, অন্যায়ের দিকে এক পা বাড়াতে কেঁপে মরে। ভাবে, অন্যায় যদি করি-দেশের আইন গলা চেপে ধরবে, আবার উপরঅলাও শেষবিচারের দিন এক চুলও ছাড় দেবেন না। দেশের চোর ডাকাতগুলোর কলিজা বড়। তারা দেশের আইন বা আল্লাহ-কিছুরই ভয় করে না। ভাবে, আমি আমরা সবাইকে তুষ্ট করেই যা করার করছি। অন্যায়কারী অন্যায় একা করে না, অনেককে দিয়ে থুয়েই করে, সেটাই তাদের সাহস ও শক্তি জোগায়। এমনকি এমন তাঁদের দুঃসাহস, মনে করে থাকে, টাকা কামাতে পারলে আল্লাহকেও ম্যানেজ করা কঠিন হবে না।

মাথায় টুপি চড়িয়ে উপর আর পিছনে ছবি ঝুলিয়ে নীচ সন্তুষ্ট করার চেষ্টা অনেক দেখা যায়। এরকম একজনকে তো বলতেই শুনেছে সবাই-এইভাবে যা আয় করেছি, ব্যয় করেছি আল্লাহর পথে। যখন বলেছে একথা, চেহারাতে একটুও ভয়ডর দেখা যায়নি। ভালো মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে-আমাদের ভয়ডর এতো কেনো। চোর ডাকাত লুটেরারা সংখ্যায় বাড়তে বাড়তে নিকট পর্যন্ত এসে গেছে, সেই তাপে কারও কারও মনে হয়, সবাই করছে যখন এক অধটু নিজে করলে অসুবিধা কি। ওই ভাবা পর্যন্তই। ঠকতে ঠকতে জীবন তলানিতে পৌঁছেছে, তবু একদল মানুষ ভালো হয়ে থাকবার বাসনাটা টিকিয়ে রাখে। সে চেষ্টা কি সমাদর পায়? পায় না। যতো আইন তাঁদেরই নাকের ডগায় সাপের জিহ্বার মতো লকলক করে। ১৫-৭-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়