শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০২:৫৮ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিৎজা দোকানের মেয়েটা, বিসিএস পরীক্ষা ও একটি হিসাব

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: বাসার জন্য একটা পিৎজা কিনতে গিয়েছিলাম। চটপটে কিশোরী-তরুণী মেয়েটা যখন প্যাকেটটা দিচ্ছে জিজ্ঞাসা করলাম, কী করে। সে বললো, পড়ে আর এখানে সপ্তাহে একদিন পার্টটাইম। ৬ মাসে ৬০ হাজার। ‘বাবা-মা আমাকে এতো কষ্ট করে পড়িয়েছে, তাই একটা টাকাও খরচ করিনি, তাদের  যদি লাগে তাই জমাচ্ছি’। মেয়েটা স্থানীয় একটি কলেজে স্নাতক পড়ছে ইংরেজিতে। ‘পাস করার পর কী করবেন?’ স্যার, বিসিএস তো দেবই। ‘সবার এক স্বপ্ন। অথবা এটা ছাড়া আর কিছু জানে না, কেউ বলে না।

[২] বললাম, বিসিএস খুব ভালো কথা। তবে কিনা হিসাব হলো ১০০ তে ১ জন মাত্র পায়। বাকি ৯৯ জন কই যাবে?’  

মেয়েটা চুপ করে রইলো। ‘আপনি কি ভালো স্টুডেন্ট?’ না তেমন না ও ‘তাহলে?’ মেয়েটা ভাবেনি এইসব কোনোদিন। ‘প্রশ্নপত্র কেনার  টাকা আছে?’ না ‘এন্ট্রির সময় টাকা দিতে পারবেন?’ না। তাহলে কী মনে হয়? আসলে আর কিছু সে ভাবেনি। সবাই এক সোনার হরিনের পেছনে দৌড়াচ্ছে, পা থাকুক আর না থাকুক।

[৩] মেয়েটাকে  ফ্রিল্যাংসিংয়ের দুইটা সাইটের ঠিকানা দেখিয়ে দিলাম। ‘এগুলাও করেন  যতদিন কিছু না হয়। দেখেন কী হয়। নিজে যদি কিছু করতে পারেন সবচেয়ে ভালো, যাই হোক সেটা। সবার বিসিএস হবে না। তাদেরও  তো বাঁচতে হবে’।  আমি উঠে এলাম , জানি না কোনো আসর হবে কিনা আমার কথার। মনে হয় না। 

[৪] কিন্তু ১০০ জনে যে ৯৯ জন বিপদে পড়ছে তার খবর কেউ রাখে না, বলে না। এবছর ৩১০০ পোস্টের জন্য ৩২৫০০০ মানুষ পরীক্ষা দেবে। যারা ‘বিসিএস ছাড়া কই যাবে, এটাই তো মধ্যবিত্তের ঠিকানা বলছেন তারা কি জানেন কার জন্য বলছেন?’ কোটা পলিটিক্স অন্য বিষয় কিন্তু এই ৯৯ শতাংশ আশা করা মানুষ কই যাবে এটা কেউ বলছেন না। লেখক ও গবেষকজ  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়