কবীর সুমন: শ্রীরামকৃষ্ণ বলে গেছেন এক কেউটে আর সাধুবাবার গল্প। হুবহু উদ্ধৃতি নয়, মোদ্দা কথাটা: শরণার্থী এক কেউটেকে এক সাধুবাবা বলেছিলেন, ভালো হতে চাও তো কাউকে আর ছোবল মেরো না। কিছুকাল পরে সেই পথে যেতে যেতে সাধুবাবা দেখতে পেলেনÑঅতি শীর্ণকায় সাপ-গোছের কী যেন একটা পথের ধারে চিঁচিঁ করে তাঁকে ডাকছে। অতীতের ভয়াবহ কেউটেটাকে চিনতে পারলেন সাধুবাবা। বললেন, এমন দশা তোমার হলো কী করে বাপু। কেউটে (চিঁচিঁ, কিন্তু রুষ্ট) : কী করে আবার। ছোবল দিতে বারণ করেছিলে। দ্যাখো, মানুষ আমার কী দশা করে ছেড়েছে।
সাধুবাবা: আহা, ছোবল মারতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো আর বারণ করিনি। রামকৃষ্ণ কথামৃত আমার প্রিয় বইগুলোর একটি। যারা বলে-আরে ছেড়ে দাও, ও তো ইতর, ছোটলোক, ও তো কামড়ানো ছাড়া আর কিছু জানে না-তাদের আমি ধর্তব্যে আনি না। আমার সঙ্গে লাগতে এলে ফোঁস আমি করবোই। পালটা মারতে আমিও জানি। সেরকম বাড়াবাড়ি করলে ছোট করে মেরেও দেবো। আমি ভাল লোক ভদ্দোরনোক নই। আমি আমিলোক। এ পাড়ায় দেখে চলাই ভাল। জয় বাংলা। জয় বাংলা ভাষা। জয় বাংলা খেয়াল। লেখক: সংগীতশিল্পী ও গীতিকবি। ভারত। পশ্চিবঙ্গ। ৭ জুলাই ২০২৪
আপনার মতামত লিখুন :