দেবদুলাল মুন্না: তোমার ক্ষত দিয়াই তোমার অন্দরে আলো প্রবেশ করিতেছে। ভয় পাইও না। জালালউদ্দিন মুহাম্মদ রুমি জগতের নিয়ম হইতেছে সবাইকে ভেঙে দেওয়া এবং পরে অনেকেই সেই ভাঙা জায়গাতেই ঘুরে দাঁড়াইতে শিখে মানে শক্তিশালী হইয়া ওঠে। কিন্তু যারা ভাঙবে না, তাদের জগৎ মেরে ফেলে। খুব ভালো, খুব ভদ্র অথবা খুব সাহসী সবাইকে সে পক্ষপাতিত্বহীন ভাবে হত্যা করে। তুমি যদি এগুলোর একটিও না হও, তবু নিশ্চিত থাকো সে তোমাকেও মেরে ফেলবে, তবে তা করতে বিশেষ কোনো তাড়াহুড়ো করবে না। আ ফেয়ারওয়েল টু আর্মস, আর্নেস্ট হেমিংওয়ে জগতে আগন্তুক হও। নির্লিপ্ত হও। ভাঙচুর হইবে। পরাজিত হইবে। কিন্তু আলোও ফুটিবে। তাই দেহের বাইরে বাস কর। মন কিছু না। সত্তাই সব। যা আছে জগতে সেটাই আছে তোমার ভান্ডে। মৃত্যু,জরা, সফলতা এসব কিছুই না। দেখে যাও। তুমি কি জগতে কিছু নিয়া আসছিলা যে নিয়া যাইতে চাও? আগন্তুক হও। নির্লিপ্ত হও। উপনিষদের বাইরেও আমি আরও কিছু কথায় আস্থা রাখি। আপাতত এই তিনটি। লেখক: সাংবাদিক
আপনার মতামত লিখুন :