শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটাবিরোধী আন্দোলন হইলে শুধু মুক্তিযোদ্ধা কোটা বাতিল করবা ক্যান?

অমি রহমান পিয়াল

অমি রহমান পিয়াল: যে ছেলেটার যে মেয়েটার হাত নাই, পা দিয়া লিখে মেট্রিক ইন্টার পাস করছে। তার কিন্তু চাকরির জন্য একটা কোটা লাগে। রাষ্ট্র তার এই অধিকার নিশ্চিত করছে। 

যে ছেলেটা যে মেয়েটা গারো পাহাড় কিংবা চট্টগ্রামের পর্বত থিকা বাংলায় অক্ষরজ্ঞান নিছে উচ্চশিক্ষা নিছে, কিংবা সাঁওতাল হওয়ার কারণে হোটেলে পানি খাইতে ঢুকতে না পারার পরও পড়াশোনা করছে, তার চাকরির জন্য একটা কোটা লাগে। রাষ্ট্র তার এই অধিকার নিশ্চিত করছে। যে মেয়েটা হাফপ্যান্ট পরে ফুটবল খেলার কারণে বাবারে ভাইরে অপমান হইতে দেখেও খেলে গেছে, বাংলাদেশরে শিরোপা এনে দিছে কিংবা যে ছেলেটা দারুণ ক্রিকেটার হওয়ার পরও পড়াশোনায় খুব একটা ভালো না, তারও চাকরির জন্য একটা কোটা লাগে। রাষ্ট্র তার সেই অধিকার নিশ্চিত করছে। 

কোন রাষ্ট্র? বাংলাদেশকারা জন্ম দিছে? মুক্তিযোদ্ধারা রক্ত দিয়া যুদ্ধ কইরা যারা দেশটা স্বাধীন করলো, তাগো নাতিপুতি চৌদ্দগুষ্টির জন্য এই বাংলাদেশে অগ্রাধিকার থাকবে এবং রাষ্ট্র সেটা নিশ্চিত করছে। কোটাবিরোধী আন্দোলন হইলে শুধু মুক্তিযোদ্ধা কোটা বাতিল করবা ক্যান? সব করো? কিন্তু ফেসবুকে তোমাগো মেধা দেইখা আমি নিশ্চিত নোটবই মুখস্থ কইরাও কেউ বি মাইনাসের উপ্রে পাও নাই। একবারে হয়তো পাসও করো নাই। তাইলে কোটার দোহাই দাও ক্যান? বরং দাদারে নানারে বাপেরে গিয়া গাইল পাইরা বলো পাকিস্তানে ক্যাম্পে গনিমতের মাল সাপ্লাই দিয়া বহুত তো ফূর্তি করলা। এদিকে আমাগো তো আকাশভরা তারা....। ৫ জুলাই ২০২৪।  https://www.facebook.com/omi.pial

  • সর্বশেষ
  • জনপ্রিয়