শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৩:০৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋষি সুনাকের চারদিকে শুধু পাউন্ড আর পাউন্ড! 

ফজলুল বারী

ফজলুল বারী: ফেসবুক এমন এক জায়গা এখানে কতকিছু পাবলিককে দিয়ে গেলানো যায়। একজন পোস্ট দিয়েছেন ব্রিটেনের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক ক্ষমতা হারানোর পর ফুড ডেলিভারির কাজ নিয়েছেন। ম্যাকডোনাল্ডসের কাগজের দুটো বড় প্যাকেট এমনভাবে তার হাতে যা দেখলে অনেকের মায়াও লাগবে। অনেকে সেখানে ধন্য ধন্য মন্তব্য করছেন। এমন মন্তব্যও আছে যে শেখ হাসিনাও একদিন এমন চাকরি করবেন কি না? আসল সত্য হচ্ছে ঋষি সুনাক একজন এমপি। বিলাতের একজন এমপির বেতনভাতা অনেক। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তার পেনশন ভাতার অংকটিও বিশাল। ঋষি সুনাক আবার একজন ধনকুবেরের মেয়ের জামাই। তার চারদিকে শুধু পাউন্ড আর পাউন্ড। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন তাকে নিরাপত্তার ঘেরাটোপে থাকতে হবে। কারণ জো বাইডেন আর ঋষি সুনাক ইসরাইল ছুটে গিয়ে সাহস দেয়াতে নেতানিয়াহু গাজাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এর মাঝে ৩৮ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে। সেখানে ঋষি সুনাক কীভাবে ফুড ডেলিভারির জব আনন্দে করবেন, সেটাও এই লোকজন ভাবলেন না। 

লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ৭-৭-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়