শিরোনাম
◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি ◈ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়! ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার!!(ভিডিও) ◈ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার ◈ ‌‘আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারিনি’ ◈ আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় আছে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৩:১৬ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপের কামড়, ওঝা, চিকিৎসা ও মৃত্যু 

ডা. লেলিন চৌধুরী

ডা. লেলিন চৌধুরী: সাপের কামড় নিয়ে সারাদেশে নতুন করে ভয়ের ঢেউ তৈরি হয়েছে। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপকে কেন্দ্র করে এ অবস্থার উদ্ভব। প্রতিবছর বাংলাদেশে ৪ থেকে ৫.৫ লাখের মতো মানুষ সর্পদংশনের শিকার হয়। এর মধ্যে মারা যায় সাড়ে ৭ হাজারের মতো মানুষ। বিশ্বে মোট ৩ হাজার প্রজাতির মতো সাপ আছে। আর বাংলাদেশে আছে ৯১-৯৪ প্রজাতির সাপ। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ সাপ বিষহীন। তাহলে কেবলমাত্র ২০ শতাংশ সাপের কামড়ে মৃত্যুঝুঁকি থাকে। বিষধর সাপের কামড় দুই ধরনের হয়ে থাকে। বিষধর সাপ কামড় দিয়েছে, কিন্তু নানা কারণে শিকারের শরীরে বিষ ঢালতে পারেনি। একে বলে বিষহীন কামড়। এ ধরনের কামড়ে সঙ্গত কারণে শরীরে কোনো বিষ্ক্রিয়ার আলামত হয় না। কেবলমাত্র বিষযুক্ত দংশনেই মৃত্যুর মতো ঘটনা ঘটে। 

বাংলাদেশে সর্পদংশনের ৯৫ শতাংশ গ্রামাঞ্চলে হয়ে থাকে। গ্রামাঞ্চলে সাপেকাটা মানুষের বড় অংশ ওঝা বা গুণীনের শরণাপন্ন হয় এবং এদের বেশির ভাগ ওঝার বিষ নামানো অথবা গুণীনের জড়িবুটিতে ভালো মানে বিষমুক্ত হয়ে যায়। ফলে গ্রামবাংলায় এদের উপর সাধারণ মানুষের রয়েছে গভীর আস্থা। যদিও এখন ধীরে ধীরে অনেকেই আধুনিক চিকিৎসামুখী হচ্ছে। ওঝা/গুণীনের কাছে ব্যবস্থা নেওয়ার পর প্রতি ১০ জনের মধ্যে  প্রায় ৯ জনের শরীরে বিষের প্রতিক্রিয়া দেখা যায় না।  বাকি ১ জন বিষের প্রভাবে মৃত্যুবরণ করে। তখন বলা হয় একে কালসাপ/কালনাগে খেয়েছে, কারো কিছু করার নেই। 

হায়াত-মউত উপরওয়ালার হাতে বিধায় মানুষ সে মৃত্যুকে মেনে নেয়। ১০ জন সর্পদংশিত রোগীর ৮০ শতাংশ অর্থাৎ ৮জন বিষহীন কামড়ের শিকার, বাকি ২ জন যাদের বিষধর সাপ কামড়িয়েছে তাদের অন্তত ১ জন বিষহীন কামড়ের শিকার হলে কেবলমাত্র একজনের মৃত্যুঝুকি থাকে। তবে এই একজনের মৃত্যুও কিন্তু অ্যান্টিভেনম ব্যবহার করে রুখে দেয়া যায়। সঠিক অ্যান্টিস্নেক ভেনম তৈরি, সেগুলোকে সারাদশে সহজলভ্য করা এবং সাপেকাটা ব্যক্তি দ্রুত চিকিৎসা গ্রহণ করলে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা শূন্যের কাছাকাছি বা অনেক অনেক কমিয়ে আনা সম্ভব। লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়