শিরোনাম
◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি ◈ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়! ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার!!(ভিডিও) ◈ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার ◈ ‌‘আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারিনি’ ◈ আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় আছে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০১:৫২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনশন স্কিম চালু মানে টাকা একত্রীকরণ করে সেখান থেকে সরকার অর্থ নেবে

ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: আজ যে ছেলেটি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ পেলো, তার বেতন কতো জানেন? বড়জোর ৩৫ হাজার টাকা থেকে ৩৯ হাজারের মতো। কলকাতায় একজন পিএইচডি ছাত্রও এর চেয়ে অনেক বেশি পায়, যদিও সেখানে বাসা ভাড়া ও দ্রব্যমূল্য ঢাকার চেয়ে কম। নতুন এই পেনশন স্কিমের কারণে এই কম বেতন হওয়া সত্ত্বেও তার বেতন থেকে মাসে মাসে টাকা কেটে নিবে। সেই টাকা কোথায় যাবে? সরকারের হাতে। আসুন এইবার জানি সরকার এই টাকা কি করবে। সরকারের হাতে টাকা নেই। প্রচুর টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার পাচারকারীরা অনেক টাকা লুটেও নিয়েছে। সরকার টাকা ছাপিয়ে এর সমাধান খুঁজেছিল। কিন্তু এর ফলে মুদ্রাস্ফীতি ঘটায় জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায় পেনশন স্কিম চালু মানে টাকা একত্রীকরণ করে সেখান থেকে সরকার টাকা নেবে। এটাই হলো মোদ্দা কথা। বাকি সব কথা হলো ক্যামোফ্লেজ। 

যারা আজকে এই স্কিমে বেতন থেকে টাকা দিবে তারা ৩৫ বছর পর পেনশন পাবে। এখন যেই পরিমাণ পেনশন পাবে বলা হচ্ছে সেই পরিমাণ টাকাকে ডলারে কনভার্ট করলে কতো ডলার হবে বা এই টাকার পারচেজ পাওয়ার কতো হবে তা কি ভেবে দেখেছেন? আর পেনশন দেওয়ার মতো টাকা থাকবে কিনা সেটারই বা গ্যারান্টি কী? জবাব দেওয়ার জন্য তখন এই সরকারের কেউই ক্ষমতায় থাকবে না। এই পেনশন স্কিম দিয়ে ক্ষতিগ্রস্ত হবে আজকে যেই ছাত্রটি শিক্ষক হবে। এখন যারা শিক্ষক আছেন তারা না। বর্তমান ছাত্ররাই আগামীর শিক্ষক। এখন যারা কথা বলছেন, তারা বর্তমান ছাত্র এবং আগামীর শিক্ষকদের স্বার্থেই কথা বলছেন। এখন কথা না বলে এই স্কিমকে না থামালে আমরা তাদের কাছে জাতির কাছে দায়ী থাকবো। লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়