শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০১:৫২ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনশন স্কিম চালু মানে টাকা একত্রীকরণ করে সেখান থেকে সরকার অর্থ নেবে

ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: আজ যে ছেলেটি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ পেলো, তার বেতন কতো জানেন? বড়জোর ৩৫ হাজার টাকা থেকে ৩৯ হাজারের মতো। কলকাতায় একজন পিএইচডি ছাত্রও এর চেয়ে অনেক বেশি পায়, যদিও সেখানে বাসা ভাড়া ও দ্রব্যমূল্য ঢাকার চেয়ে কম। নতুন এই পেনশন স্কিমের কারণে এই কম বেতন হওয়া সত্ত্বেও তার বেতন থেকে মাসে মাসে টাকা কেটে নিবে। সেই টাকা কোথায় যাবে? সরকারের হাতে। আসুন এইবার জানি সরকার এই টাকা কি করবে। সরকারের হাতে টাকা নেই। প্রচুর টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার পাচারকারীরা অনেক টাকা লুটেও নিয়েছে। সরকার টাকা ছাপিয়ে এর সমাধান খুঁজেছিল। কিন্তু এর ফলে মুদ্রাস্ফীতি ঘটায় জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায় পেনশন স্কিম চালু মানে টাকা একত্রীকরণ করে সেখান থেকে সরকার টাকা নেবে। এটাই হলো মোদ্দা কথা। বাকি সব কথা হলো ক্যামোফ্লেজ। 

যারা আজকে এই স্কিমে বেতন থেকে টাকা দিবে তারা ৩৫ বছর পর পেনশন পাবে। এখন যেই পরিমাণ পেনশন পাবে বলা হচ্ছে সেই পরিমাণ টাকাকে ডলারে কনভার্ট করলে কতো ডলার হবে বা এই টাকার পারচেজ পাওয়ার কতো হবে তা কি ভেবে দেখেছেন? আর পেনশন দেওয়ার মতো টাকা থাকবে কিনা সেটারই বা গ্যারান্টি কী? জবাব দেওয়ার জন্য তখন এই সরকারের কেউই ক্ষমতায় থাকবে না। এই পেনশন স্কিম দিয়ে ক্ষতিগ্রস্ত হবে আজকে যেই ছাত্রটি শিক্ষক হবে। এখন যারা শিক্ষক আছেন তারা না। বর্তমান ছাত্ররাই আগামীর শিক্ষক। এখন যারা কথা বলছেন, তারা বর্তমান ছাত্র এবং আগামীর শিক্ষকদের স্বার্থেই কথা বলছেন। এখন কথা না বলে এই স্কিমকে না থামালে আমরা তাদের কাছে জাতির কাছে দায়ী থাকবো। লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়