শিরোনাম
◈ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী ◈ ভারত রাজনৈতিক ও চীন আমাদের উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের ◈ ইতিহাস গড়ে কোপার সেমিফাইনালে কানাডা ◈ বেড়েই চলেছে যমুনার পানি, ৫ হাজার মানুষ পানিবন্দি ◈ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান ◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০১:২০ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৪, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন আঁকি?

ইকবাল আনোয়ার

ইকবাল আনোয়ার: আমার আঁকা একটা ছবি, পাখি যেন ফুলদানি, অল্প টানে রং পোন্সিলে আঁকা, মিনিমালিস্টিক দেখে রুমি আলম দিনে দিনে পাক্কা হচ্ছেন, এমন মন্তব্য করেছেন। সকালটা মনোরম, একটা বড় উত্তরই লিখে ফেলি তায়;-এটা একটা ইচ্ছা ও তার সাথে প্রচেষ্টা। যেকোনো মানুষের ক্ষেত্রে সমান। আমার কোনো বড় গুণ নাই, নির্গুণও নই আমি। কেউই তা নয়। ছবি আঁকার চেষ্টায় রত আছি বলেই হয়তো এমন হচ্ছে, যদি হয়ে থাকে কিছু। আমার মতে, আমার মধ্যে মাঝারিভাবে আছে সব। তোমার হয়তো আরো বেশি। প্রচেষ্টা চালালে তোমার হয়তো আরো ভালো হবে। অন্য কোনো ক্ষেত্রে, যেখানে তোমার ভালো লাগা আছে, সেখানে হচ্ছে। বড় উত্তর দিলাম একটু। পজেটিভ মন্তব্যটা আমায় আনন্দ দিলো, প্রেরণা দিলো, তাই দিলাম। প্রেরণার মূল্য অসীম। আজকাল আমি চেষ্টা করি মিনিমালিষ্টিকভাবে কী করা যায়, কেমন করে অল্পতে নতুন মেসেজ, নবতর নান্দনিকতা তৈরি করা যায়, সে দিকে যেতে। সৃষ্টি করতে, নানান দিক।

একেকরসময়ে একেকরকম টানে। শিল্পের অন্য শাখাও। কোনোটাতে স্থিরতা নেই। এটা কোনো ভালো কাজ নয় জানি। এটা প্রমাণ করে, ওই যে বললাম, একাগ্রতা, সেটা কোনো একক বিষয়ে বেশিদিন থাকে না আমার। এটা আমার ধারণা মতে কোনো গুণ নয়, হয়তো দোষ। আমার ফেসবুক বন্ধুদের মন্তব্য: কোন প্রকারের ছবি তারা পছন্দ করছেন, কোনটা কম পছন্দ করছেন, কোনটা ভালোভাবে নিচ্ছেন, কী বুঝছেন-সেটা থেকে শিখি।  তারা আমার শিক্ষক। এখানে নানা মত নানা রুচি নানা স্ফেয়ারের বন্ধু আছেন। এটাতে একটা রেন্ডম রয়েছে। তবে হাজার হাজার বছর কেটে গেলেও হয়তো এর কোনো কিনারা হবে না। এটা এক অনন্ত জার্নি। শিল্পের সব শাখাই এমন। বস্তুত জীবনের পারফেকশনের বোধ হয় সীমা নেই। কেন এটা করি? অনেকে জানতে চান। উত্তর: ভালো লাগে। অন্যের মনে দাগ কাটতে চাই। কিছু ম্যাসেজ দিতে চাই। অন্য কিছু ভালো পারি না। এটা একটু পারি, তাই। লেখক: চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়