শিরোনাম

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ০৩:০৫ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমন কোনো এক বিষণ্ন সন্ধ্যায় চলে যাবো

সাদাত হোসাইন 

সাদাত হোসাইন: এমন কোনো এক বিষণ্ন সন্ধ্যায় চলে যাবো। চলে যাবো গভীর রাতের মতন, গাঢ় অন্ধকারে। এমন ভেজা হাওয়ায় উড়ে যাবে শুকনো পাতার দল, উঠোনে শুকোতে দেয়া শাড়ির আঁচল। আর আমি চলে যাব এমন ঝড়, জল, কিংবা বাদলের রাতে। তখনও হলুদ আলোয় ভেসে যাবে মোড়ের দোকান। ভেসে যাবে টবের গোলাপ, জানালার কাচ। ভেসে যাবে রিকশার হুড, নীল পলিথিন, জবুথবু কাক। এমন বিষাদ রাতে চলে যাবো, চলে যাবো অচিনপুরের মাঠ, অদ্ভুত ঠিকানাবিহীন, চলে যাবো অজানা বনের গহীন। তখনও এমন জলের রাতে, ভেসে যাবে কাশফুল, নদী।

ভেসে যাবে একেলা শহর, আলগোছে দাঁড়ানো আঁধার, বারান্দার শূন্য চেয়ার, অচেনা হৃদয়। অথচ চলে যাবো আমি, আর সব ভেসে যাবে। ভেজা হাওয়া, ঝড় জলে ভেসে যাবে আর সব। এমন বিষণ্ন এক সন্ধ্যায় আমি চলে যাবো, হয়তো চলে যাবো এমন জলের রাতে। হয়তো ভেসে যাবে শহর, দালান, ফসলের মাঠ, গাঁয়ের ঘাসের পথ, অচেনা হৃদয়। তবুও কোথাও কি রবে, চুপিসারে এতটুকু জমে থাকা শোক? একটু কি ভেসে যাবে জলে, তোমার অমন কাজল চোখ? লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়