শিরোনাম
◈ প্রধানমন্ত্রী আজ চীন যাচ্ছেন, সই হতে পারে ২০টি সমঝোতা স্মারক  ◈ কোটা বাতিলের দাবিতে দেশজুড়ে বাংলা ব্লকেড  ◈ চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী: জি এম কাদের ◈ কোটাবিরোধী আন্দোলনে তীব্র যানজট, ভোগান্তিতে ঢাকাবাসী ◈ বিদায়ী অর্থবছরে প্রবাসিরা পাঠিয়েছেন ২ হাজার ৩৯১ কোটি ৫৩ লাখ ডলার ◈ কোটা নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল: শিক্ষামন্ত্রী ◈ বিরোধীদলীয় নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান লক্ষ্য: মির্জা ফখরুল ◈ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত ৬, আহত ৩০ ◈ রেলের চলমান উন্নয়ন প্রকল্পে দক্ষিণ কোরিয়াকে বিনিযোগের আহ্বান রেলমন্ত্রীর  ◈ র‌্যাংক ব্যাজ পরলেন বিমানবাহিনী প্রধান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ০৩:০৪ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলোভী ঝগড়া : এবার ইংরেজি নিয়ে

মাসুদ রানা

মাসুদ রানা: ইদানিং মৌলানারা যে যেভাবে পারছেন, একপক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে কুরআন-হাদিস সম্পর্কে অজ্ঞতার অভিযোগ করে ধর্মের বাজার গরম করে রেখেছেন। না-চাইতেও ফেইসবুকে আমরা এর আঁচ পাই। আজ দেখলাম এক নতুন কাণ্ড - ইংরেজির জ্ঞান নিয়ে পড়েছেন তারা। আমি ইংরেজি পড়াই বলে আগ্রহান্বিত হয়ে শুনলাম, এবং যথারীতি আমোদ পেলাম। যাহোক, সহভাগ করতে কাহিনীটি তুলে ধরছি। 

তাহেরি নামের এক মৌলানা সঠিকভাবেই বলেছেন, Know thyself, know thyself, যা একটি বিখ্যাত ইংরেজি আপ্তবাক্য (মূলতঃ প্রাচীন গ্রীক নীতিবাক্য), যার অর্থ 'আপনাকে জানো'। কিন্তু তার প্রতিপক্ষ মৌলানা তাতে ভুল ধরে বললেনঃ এটি কহড়ি Know thyself হবে না, এটি হবে Know yourself.  , Know thyself মানেই যে কহড়ি ুড়ঁৎংবষভ, এ-বিষয়টি তিনি জানেন না। তারপর তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভুল ইংরেজিতে  বললেনঃ

A little learning is a dangerous things.অর্থাৎ, ডিটারমিনার 'ধ'-র পর-যে নাউনের বহুবচন হবে না, সেটি তিনি জানেন না। তিনি হয়তো ভেবে থাকবেন একটি বাড়তি যোগ করলে শক্ত হবে। আশাকরি, ইংরেজির পর তারা অচিরেই সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দেবেন মহাভারত-রামায়ণ থেকে এবং সেখানেও তারা একে অন্যের ভুল ধরে খিস্তি করবেন। বাজার অর্থনীতির তীব্র প্রতিযোগিতার বর্তমান যুগে বিবিধ জ্ঞানের ক্ষেত্রে মৌলভিদের এই মৌলোভী লড়াই সত্যিই উপভোগ্য। ০১/০৭/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়