শিরোনাম

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ০৩:০১ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মোপলব্ধির জন্য ঢাবির কাছে অশেষ ঋণী

হাসান মাহমুদ

হাসান মাহমুদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞ নামমাত্র খরচে আমার জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে দেওয়ার জন্য। কিন্তু জ্ঞানের যে স্বপ্ন নিয়ে অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়েছিলাম, তা বাস্তবে অধরাই থেকে গেছে। এসএসসি আর এইচএসসির গৎবাঁধা মুখস্থবিদ্যার মাধ্যমে অর্জিত উচ্চ নম্বরকেই জ্ঞানলাভের উপায় এবং মানদণ্ড হিসেবে ভুল জেনেছি। সিনিয়রদের কাছে থেকে প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত চোথা আর নানান বইয়ের অংশবিশেষ+আর্টিকেলের ফটোকপি নাকে মুখে গুঁজে দিয়ে পরীক্ষার খাতায় সেগুলো বুঝে-না-বুঝে উগরে প্রথম শ্রেণি বাগিয়ে নিজেকে মনে করেছি জ্ঞানের জাহাজ। সেইটা যে আসলে ফুটো ডিঙ্গিও না, তা বিদেশে পড়তে গিয়ে পলে পলে উপলব্ধি করে চলেছি সেই ২০০৬ সাল থেকে অদ্যাবধি। কাজেই, ঢাবি নিয়ে আমার গর্ব হয় না। কিন্তু আমি জানি আমার আজকের এই অবস্থানের জন্য, বাঙালি মুসলমানের একজন হিসেবে আমার আত্মোপলব্ধির জন্য ঢাবির কাছে আমি অশেষ ঋণী। ধন্যবাদ ঢাবি! এখানে না-পড়তে গেলে কোনোদিন জানতেই পারতাম না, একটা বিশ্ববিদ্যালয় জাতির জন্য কতটা ক্ষতিকারক হৈতে পারে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়