শিরোনাম
◈ পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ◈ সচিব সভায় সম্পদের হিসাব প্রকাশ নিয়ে মতানৈক্য ◈ ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত ◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ০১:২৪ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুযোগ-সুবিধার বেলায় সবসময়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আগে থেকেই পিছিয়ে

শেখ আদনান ফাহাদ

শেখ আদনান ফাহাদ: প্রত্যয় পেনশন স্কিম নিয়ে কতিপয় আমলার ‘স্কিম’ সফল হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গিনিপিগ বানিয়ে এসিড টেস্ট করতে দিয়ে তাদের প্ল্যান পুরোপুরি সফল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খাদের কিনারায় ফেলে দিয়ে এমন একটা অবস্থা করেছে এখন পুরা প্রেশার নিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। এই স্কিম যদি এতই ভালো হয় তাহলে সবার আগে বিসিএস ক্যাডারদের ওপর প্রয়োগ করা উচিত ছিল। তারপর ধীরে ধীরে অন্য সার্ভিসের ওপর। তা না করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। এখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে শিক্ষকদের ভিলেন বানানো হবে। বলবে যে এই শিক্ষকরা যত সমস্যা করল। অথচ সুযোগ-সুবিধার বেলায় সবসময়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আগে থেকেই পিছিয়ে।

শিক্ষামন্ত্রী মহোদয়ের একটা ফোনই সব সহজ করে দিতে পারত। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে সরাসরি কথা বললে এই কর্মবিরতিতে যেতে বাধ্য হতো না শিক্ষকরা। বহু আগে থেকে শিক্ষকগণ দাবি জানিয়ে আসছেন। ইচ্ছে করেই কালক্ষেপণ করা হয়েছে। যাতে খাদের কিনারা থেকে শিক্ষকরা উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর দোষটা তাঁদের উপরই দেয়া যায়। এই পেনশন স্কিম শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর প্রয়োগ করা উচিত। তারপর এদের দেখাদেখি সবাই না হয় ধীরে ধীরে এর অন্তর্ভুক্ত হবে। অবশ্য এক শ্রেণির সরকারি কর্মকর্তা এবং পিয়নরা এত বেশি সম্পদ মধ্য বয়সেই উপার্জন করে ফেলে যে তাঁদের আর পেনশন স্কিম লাগে না। ২-৭-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়