শিরোনাম

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ১২:১০ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতিউর, চুরি, ছাগল এবং মিডিয়া প্রশিক্ষণ 

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: লক্ষ লক্ষ মতিউর আছে দেশে, সবাই জানে। কিন্তু কারো বেশি ইন্টারেস্ট নাই। কর্মকর্তাদের চুরি জাতীয় ধর্ম,কাঠাঁল যেমন জাতীয় ফল। কিন্তু মতিউর মিডিয়ায় নিউজ হলো ছাগলের কারণে, দুর্নীতি নয়। দুর্নীতি কেউ পাত্তা দেয় না। খুনও না।  এখন কয়জন এমপি আনার এর খবর রাখে? এমনকি সেলেস্তে আপুর খবরও না। বেনজীর তার চুরির জন্য নয়, এনকাউন্টার কিলিং। র‌্যাবের ভূমিকা ও নিষিদ্ধকরণ এর কারণে পপুলার মিডিয়া হয়। তার কথাও কেউ জিগায় না আর। [২] কিন্তু মিডিয়া সমানে চুরির খবর দিচ্ছে এই আশায় এটা চিরস্থায়ী পপুলার সাবজেক্টও না। ছাগল, দুইটা বিয়ে, কোরবানি ও সোশ্যাল মিডিয়া সব মেলাতে হবে। তাহলে লোকের ইন্টারেস্ট হবে। তাই একটু মাথা খাটান। 

[৩] শাকিব খান তৃতীয়বার যখন বাপ্ হবে প্রথমবারের মতো ইন্টারেস্টিং হবে? অনন্ত জলিলকে কেউ এখন পাত্তা দেয়? ডাল-ভাত। কোনো ইনফ্লুয়েন্সের বিয়া করসে বৌ ছাইড়া সেটাই ভাইরাল। তাই যেহেতু কম্পিটিশান অনেক, তাই নিউজ করুন বুদ্ধি খাটিয়ে। ব্যাংকিং খাতের দুর্নীতির খবর পিটলেও কেউ পড়বে না।  প্রতিদিন মল ত্যাগের মতো নরমাল! অতএব বুদ্ধি খাটান, প্রশিক্ষণের ব্যবস্থা করুন। কেমনে নিউজ বানাইতে হয়। ধন্যবাদ। লেখক: গবেষ ও সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়