শিরোনাম
◈ শুক্রবার দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ◈ কোটা বহালের প্রতিবাদে মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ ◈ কোটা বাতিলের দাবিতে তৃতীয় দিনেও শাহবাগে অবরোধ ◈ বৃষ্টি উপেক্ষা করেই কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীরা ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ◈ ১৪ আগস্ট পর্যন্ত বাড়ল ড. ইউনূসের জামিনের মেয়াদ ◈ তিস্তায় যে কোনো প্রকল্প নিতে পারে বাংলাদেশ: চীনের রাষ্ট্রদূত  ◈ বন্যায় সিলেট বিভাগের ৮৮৯ বিদ্যালয়ে পাঠদান স্থগিত ◈ হঠাৎ বৈঠক স্থগিত, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বসছেন না ওবায়দুল কাদের ◈ রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৩:১৩ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণি কি বলেছেন তিনি সাকলায়েন দ্বারা  ধর্ষিতা হয়েছেন?

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন: কী আশ্চর্য। বাংলাদেশের পুলিশ অফিসার সাকলায়েনের নাকি চাকরি চলে যাবে। কারণ কী? তিনি নাকি কারও প্রেমে পড়েছিলেন। তিনি নাকি কোনো মেয়ের সঙ্গে সময় কাটিয়েছিলেন। সেটি নাকি অনৈতিক ছিল। প্রেম আবার কবে থেকে কী করে  অনৈতিক? অনৈতিক, কারণ সময় কাটানোর সময় সাকলায়েন বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক ছিলেন। এবং যাঁর সঙ্গে সময় কাটিয়েছিলেন, তিনি তাঁর স্ত্রী ছিলেন না। যে বাংলাদেশে এক এক করে চারটে মেয়েকে বিয়ে করা বৈধ, একসঙ্গে চারটে স্ত্রী রাখা বৈধ, সেখানে কারও সঙ্গে প্রেম করাটা এবং কারও সঙ্গে সময় কাটানোটা অবৈধ? হ্যাঁ অবৈধ। বাংলাদেশের প্রত্যেক শহরে আর নগরে গড়া তোলা হয়েছে বৈধ পতিতালয়, যেখানে শত শত দরিদ্র প্রতারিত মেয়েকে নিয়ে রাখা হয়েছে, পুরুষেরা যেন  সাধ মিটিয়ে সেই মেয়েদের ধর্ষণ করতে পারে। ধর্ষণ করো, কিন্তু প্রেম করবে না।  প্রেম করবে না, রোমান্স করবে না, চুমু খাবে না। এসব অনৈতিক। শুধু ধরে বেঁধে কাউকে বিয়ে করবে, আর তার ওপর ঝাঁপিয়ে পড়ে যৌন সঙ্গমের নামে ধর্ষণ করবে, দিনের পর দিন ধর্ষণ করবে, সেটা ভীষণভাবে নৈতিক।  

সভ্য দেশ হলে সাকলায়েন কোনও মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য অভিযুক্ত হতেন না। কোন মেয়ে যদি অভিযোগ করতো যে তাকে ধর্ষণ করেছে সাকলায়েন, তাহলেই অভিযুক্ত হতেন। সাকলায়েনের স্ত্রী কি সাকলায়েন গুরুতর অন্যায় করেছেন, সে কারণে তাঁর  শাস্তি দাবি করেছেন? না সেরকম শুনিনি। পরীমণি কি বলেছেন তিনি সাকলায়েন দ্বারা  ধর্ষিতা হয়েছেন? না, তাও নয়। তাহলে সাকলায়েনকে চাকরিচ্যুত করার পরিকল্পনা কারা করেছেন? নিশ্চয়ই সাকলায়েনের বন্ধু নামক সহকর্মীরা, যাঁরা সুদর্শন সাকলায়েনের ভাগ্য দেখে অথবা কর্মক্ষেত্রে সাকলায়েনের পদোন্নতি এবং পদকপ্রাপ্তি দেখে ঈর্ষান্বিত। ৩০-৬-২৪। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়