শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী ◈ টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত ◈ ১৫ জুলাই ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে  ◈ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ: ডা. জাহিদ ◈ এইচএসসির দ্বিতীয় দিনে আট বোর্ডে অনুপস্থিত ১০ হাজার ৪৪০ পরীক্ষার্থী ◈ কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের, বুধবার থেকে অবস্থান কর্মসূচি ◈ টানা ভারী বর্ষণে সাজেকে আটকা ৭ শতাধিক পর্যটক ◈ দুদকের মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ◈ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দিতে হবে: হাইকোর্ট  ◈ আগস্টে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০৩:৫১ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনার জীবনের মতো অমূল্য রত্নখনি আর নেই

জান্নাতুন নাঈম প্রীতি

জান্নাতুন নাঈম প্রীতি: জীবন থেকে নেওয়া আমার সবচেয়ে বড় শিক্ষা আমি পেয়েছিলাম দেশে থাকতে, স্পেসিফিকভাবে বিশ্ববিদ্যালয়ে থাকতে। বিশ্ববিদ্যালয়ে থাকতে আমার কিছু বন্ধু ছিলো, যাদের ধারণা ছিলো আমার পকেটে টাকা আছে বলেই আমি তাদের খাওয়াই। তাদের এই ধারণা কখনো হয় নাই- সেই টাকা আমি তাদের না খাওয়ায়ে সিন্দুকে ভরে রাখলে বেশকিছু টাকা আমার জমতো পরের মাসের জন্য, ব্যাংকে রাখলে মাসে মাসে বেশকিছু ইন্টারেস্ট আসতো। এই লোকগুলার আরেকটা নাম হলো ‘অকৃতজ্ঞ’। 

এই অকৃতজ্ঞরা দুনিয়ার প্রায় সবক্ষেত্রেই আছে।  কর্মক্ষেত্রে থেকে পরিবার, আত্মীয়, বন্ধু ইত্যাদির সবখানে। এরা ধরেই নিয়েছে আপনার কাজ হলো এদের খুশি করা এবং এরা আরো ধরেই নিয়েছেÑ আপনি তাদের খুশি করতে বাধ্য। আপনার আন্তরিকতা এদের কাছে মূলত পাওনা টাকা, যেন তারাই আপনাকে ধার দিয়েছে আর আপনি এদের ঋণ পরিশোধ করে কূল পাচ্ছেন না। প্রিয়, আপনি এদের জীবন থেকে ছেটে ফেলেন। জীবন অনেক অনেক সুন্দর হয়ে যাবে, একটা বিরাট নিঃশ্বাস নেয়ার সুযোগ পাবেন। পাখির সাথে ফুলের সাথে সময় কাটান। তবুও এদের সাথে না। 

দেখবেন আপনার জীবনের প্রতি আপনার নতুন ভালো লাগা ফিরবে। আপনার জীবন একটাই এবং সেটা অতি মূল্যবান। আপনি যখন কারোর সাথে চা খান, তখনও আপনার জীবনের একটা অংশ আপনি সেই চা-খাওয়ার মানুষকে দিয়ে দেন। আপনার জীবনের মতো অমূল্য রত্নখনি আর নাই। সেই অমূল্য মূল্যবানকে মূল্য দেওয়ার মতো মূল্যবোধ যাদের নাই, তাদের মূল্য দেয়ার মতো মূল্যবান সময় আপনার কেন থাকবে। বলেন? ২৮-৬-২৪। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়