শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী ◈ টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত ◈ ১৫ জুলাই ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে  ◈ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ: ডা. জাহিদ ◈ এইচএসসির দ্বিতীয় দিনে আট বোর্ডে অনুপস্থিত ১০ হাজার ৪৪০ পরীক্ষার্থী ◈ কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের, বুধবার থেকে অবস্থান কর্মসূচি ◈ টানা ভারী বর্ষণে সাজেকে আটকা ৭ শতাধিক পর্যটক ◈ দুদকের মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ◈ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দিতে হবে: হাইকোর্ট  ◈ আগস্টে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০২:২০ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুফান দেখেছিলাম আমরা, শাবানার ‘তুফান’!

জাহিদ হোসেন

জাহিদ হোসেন: শাকিবের তুফান দেখে যারা অস্থির হচ্ছেন তারা আসলে তুফানের কিছুই দেখেননি। তুফান দেখেছিলাম আমরা। শাবানার ‘তুফান’। তখন আমাদের কচি-যৌবনকাল। ‘পানি রে পানি তোর মতলব জানি...’ এই গান গেয়ে অতি সাবধানে, যাতে হাটুর ওপরে কাপড় না ওঠে, শাবানা ‘দরিয়ার পানিতে’ জলকেলী করছেন। তারও আগে অবশ্য অলিভিয়া পানিতে গলা পর্যন্ত নেমে গান গেয়ে ফেলেছেন ‘...মনে মনে যৌবনে লাগলো আগুন।’ সেই আমাদের প্রথম ক্লিভেজ। সেই আমাদের প্রথম খোলা পা।  বিকল্প না থাকায় আমরা সাদাকালো ওইটুকুতেই সন্তুষ্ট ছিলাম। এরপর তো ভিসিআর এসে গেলো। নীলছবির আলোআধাঁরিতে আমাদের নিজস্ব নায়িকাদের অবদান ভুলে গেলাম। প্রথম যৌবনে এমন দোল সব পুরুষই খায়। হয়তো নারীরাও খান। যাহোক, মূল কথা হলো, কোন বাতাসে কে কতটুকু দোল খাবে তা নির্ভর করে প্রাপ্যতার (availabilit) উপরে। 

আমাদের সময়ে,  আশি বা নব্বইয়ের দশকে যাদের যৌনজাগরণ ঘটেছিল, তাদের কাছে আর্জ বা এরাউজালের উপকরণ বেশি ছিলো না। তাই ব্যাপক ভিত্তিতে কল্পনার আশ্রয় নিতে হতো। এমনকি রবিবার দুপুরের রেডিও নাটকে নায়ক-নায়িকার রোমান্টিক হাস্কি ডায়ালগেও উষ্ণতা ছড়িয়ে যেত দেহমনে। সেই সময়ে এলো জিঘাংসার জবা চৌধুরি, দি রেইনের অলিভিয়া, তুফানের শাবানা, সওদাগরের অঞ্জু ঘোষ। পাঁচ ভাগ খোলামেলার সাথে পঁচানব্বই ভাগ কল্পনা মিশে এঁরাই হয়ে উঠেছিলেন আমাদের সানি লিওনি বা মিয়া খলিফা। এখনকার কচিকাঁচাদের জন্যে তাই আমার একটাই আফসোস। ওদের কল্পনা করার শক্তি কমে গেছে। অথচ প্রেমের বা যৌনতার, বেশিরভাগই কল্পনা। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়