শিরোনাম
◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা ◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন?

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৫:১২ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলখানায় সবচেয়ে বেশি লোক আমেরিকায়! 

অপরাহ্ণ সুসমিতো

অপরাহ্ণ সুসমিতো: [১] ফকল্যান্ড দ্বীপপুঞ্জের লোকদের গড়ে মাথাপিছু ৩৫০টি ভেড়া আছে। [২] পৃথিবীর সবচেয়ে মোটা লোকদের বাস নাউরু দ্বীপে। ওখানকার ৯৫ শতাংশ লোকদের অতিরিক্ত ওজন। [৩] সমুদ্র তলদেশে ডুবে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি মালদ্বীপের। [৪] সবচেয়ে শিক্ষিত লোকের দেশ কানাডা আর সবচেয়ে বেশি লেকও কানাডায়। [৫] নদী নেই এমন দেশ হলো সৌদি আরব, আবার লিবিয়া দেশটার ৯৯ শতাংশ মরুভূমি। [৬] মোনাকো দেশটা নিউইয়র্কের ন্যাশনাল পার্কের চেয়েও আয়তনে ছোট। [৭] সুরিনাম দেশটার প্রায় সবটুকুই জঙ্গলে ঢাকা আবার হাইতি প্রায় গাছশূন্য দেশ। [৮] পাপুয়া নিউগিনির লোকজন প্রায় ৮২০টি ভাষায় কথা বলে। জাপানের লোকদের মিডল নেম নেই। [৯] সবচেয়ে বেশি আফিম উৎপাদনকারী দেশ হলো আফগানিস্তান, সবচেয়ে বেশি অক্সিজেন প্রস্তুত হয় রাশিয়ায়।

[১০] জেলখানায় সবচেয়ে বেশি লোক আমেরিকায়। সবচেয়ে বেশি চকোলেট খায় সুইজারল্যান্ডের লোক। [১১] পৃথিবীর সবচেয়ে বড় সড়ক টরন্টো (কানাডা) শহরে। ইয়াং স্ট্রিট (১,১৭৮ মাইল)। [১২] আফ্রিকান গ্রে তোতা পাখিদের শব্দ ভান্ডারে (ভোকাবুলারি) প্রায় ২০০ শব্দ মজুদ থাকে। [১৩] ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু প্রথম শুরু হয়েছিল বেলজিয়ামে। ব্রাজিলে কয়েদীরা বই পড়ে তাদের শাস্তি কমাতে পারে। [১৪] সবচেয়ে বেশি পোস্ট অফিস ভারতে। আমেরিকার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউজে ১৩২টা রুম। [১৫] কাগজ প্রথম আবিস্কার হয়েছিল চিনে আবার চিনে গাছকে জড়িয়ে ধরা নিষিদ্ধ। [১৬] আমরা সবাই জানি মিশর পিরামিডের দেশ অথচ পেরুতে পিরামিডের সংখ্যা মিশরের চেয়ে বেশি। [১৭] আমেরিকানরা প্রতিবছর গড়ে ৩৫০০০ টন পাস্তা খায়। আমেরিকার ৭ শতাংশ লোক প্রতিদিন ম্যাকডোনাল্ডস খায়। আমেরিকানরা প্রতিদিন ১০ মিলিয়ন ডলার ব্যয় করে আলুর চিপস খেতে। [১৮] সবচেয়ে বেশি গরু ও বানর ভারতে। [১৯] মেয়েদের ভোটাধিকার প্রথম চালু হয়েছিল নিউজিল্যান্ডে। আর্মেনিয়াতে কোনো কপি রাইট আইন নেই। [২০] জাপান, জর্ডান ও সান মারিনো দেশের জাতীয় সঙ্গীত মাত্র ৪ লাইন। [২১] ( বোনাস )। অপরাহ্ণ দেশে বেড়াতে ভিসা লাগে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়