শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ১০:৪৬ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় পণ্য বর্জনের ডাক: জনগণ সাড়া দেয়নি

মাসুম বিল্লাহ: [২] রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের কেনা কাটা শুরু হয়েছে পুরোদমে। সরকার বিরোধী শিবিরের ‘ভারতীয় পণ্য বর্জনের’ আহবানের কতটুকু প্রভাব পড়েছে তা দেখতে রাজধানীর বিপনী বিতান ও সুপার শপ গুলোতে ঘুরে মনে হয়েছে জনগন এই ‘বর্জন’ আন্দোলনে মোটেই সাড়া দেয়নি। শুধু পোষাকপরিচ্ছদে নয়, নিত্যপণ্যের বেলায়ও একই চিত্র।

[৩]  জাতীয় নির্বাচন বর্জনের পর ‘ভারতীয়পণ্য বর্জনে’র ডাক স্পষ্টত:ই হালে পানি পায়নি। নির্বাচনে অংশ না নেয়া সিদ্ধান্ত সঠিক ছিলো কিনা সেটা ইতিহাসের বিচার্য বিষয়। ভারতীয় পণ্য বর্জনের ডাক বাস্তব সম্মত ছিলো কিনা সেটা বিরোধী শিবির এখন হারে হারে টের পাচ্ছে।

[৪] ভারত বাংলাদেশের বন্ধু না শত্রু এ নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দিয়েছে সরকার বিরোধী শিবির।

[৫] বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ নানা সংকটে প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাশে দাড়িয়েছে। জাতীয় নির্বাচনে ভারত সরকার আওয়ামী লীগের প্রতি দুর্বল ছিলো অথবা বিরোধী-দলের প্রতি বৈরী ছিলো এ নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু ভারতীয়পণ্য বর্জনের আহবানের মধ্য দিয়ে সরকার বিরোধী শিবির কি বার্তা দিতে চেয়েছে? এই বর্জন কর্মসূচী কতটুকু জনস্বার্থে কতটুকু নিছক ভারত বিরোধিতা সে বিষয়টি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হয়েছে বলে মনে হয়নি।

[৬] ভারতীয পণ্য বাংলাদেশের বাজারে না পাওয়া গেলে কোন দেশের পণ্য আমদানি করলে দেশবাসি সংকটাপন্ন হবে না সেটি বিরোধী শিবির থেকে স্পষ্ট করা হয়নি। ‘পণ্য বর্জনের’এই ঘোষনার পর সংগতকারণেই এই আশংকা তৈরী হয়েছিলো যে বাজার অস্থিতিশীল হবে। সুযোগ বুঝে কালোবাজারি বা অসাধূ ব্যবসায়ীরা কৃত্তিম সংকট সৃষ্টি করে সাধারন মানুষের পকেট কাটবে। কিন্তু না- সব শংকাই ভুল প্রমানিত হয়েছে। বাজারে কোনসংকট নেই। গণমানুষ এই “বর্জন” কর্মসূচীকে সমর্থন করেনি। 

[৭] বাংলাদেশের বাজারে যেসব ভারতীয় পণ্য বিক্রি হয় সেগুলো ভারত সরকার উৎপাদন করে না। ভারতের বিরাট কৃষক সমাজ নিত্য পণ্য উৎপাদন করে। ‘বর্জন’ কর্মসূচী ভারতের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নাকি পণ্য উৎপাদনকারী কৃষক কুল বা শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে সেটা ভেবে দেখার অবকাশ আছে।

[৮] ভারতীয় পণ্য বর্জনের ডাক প্রকান্তরে ভারত বিরোধী তারই বহিঃপ্রকাশ। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী পাকিস্তান আমলে ভারত জুজুর ভয় দেখিয়ে পাকিস্তানীরা এই অঞ্চলের মানুষকে ভারত বিরোধী করার ব্যার্থ প্রয়াস চালিয়েছে। পাকিস্তানীদের আস্ফালন চূর্ণ করে বাংলাদেশের মানুষ মাতৃভূমিকে স্বাধীন করেছে। 

[৯] মুক্তিযুদ্ধে ভারতীয় সাহায্য-সহযোগিতা কিছু সংখ্যক মানুষবাদ দিলে এদেশের জনতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। বাংলাদেশকে শত্রু মুক্ত করতে হাজার হাজার ভারতীয় সৈন্য এ দেশের মাটিতে জীবন দিয়েছে। মুক্তি বাহিনী আর মিত্র বাহিনীর সদস্যদের পবিত্র রক্ত মিশে গিয়ে স্বাধীন দেশের মাটিতে রক্তসূর্য খচিত জাতীয় পতাকা উড্ডিয়মান হয়েছে। 

[১০] এ রক্তের বন্ধনকে যারা অস্বীকার করতে চেষ্ট করবে দেশের মানুষ তাদের অতীতে যেমন পরাভূত করেছে ভবিষ্যতেও করবে। দু’দেশের মৈত্রীর এই বন্ধনঅটুট থাকবে। নিজ নিজ দেশের স্বার্থে। ভারতীয় পণ্য বর্জনের আহবানকে অকার্যকর করে এদেশের মানুষ এই সত্যটিই আবার প্রতিষ্ঠিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়