শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : সালেহ্ বিপ্লব

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে নির্বাচন  নিয়ে কেউ প্রশ্ন করেনি: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] গণভবনে শুক্রবার সকালের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জার্মানিতে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেননি, কোনো উদ্বেগ নেই; প্রশ্নও নেই। তাদের সঙ্গে বেশির ভাগ আলোচনা ছিলো দ্বিপাক্ষিক বিষয়ে, বিনিয়োগ নিয়ে কথা বলেছি। বিটিভি

[২.১] প্রধানমন্ত্রী বলেন, ডেল্টা প্ল্যান ২১০০ নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তিনিও আমার মতো ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন। তাকে বোধ হয় ন্যাটোতে নিয়ে যাওয়া হবে। জানালেন, আর নির্বাচন করবেন না। আমিও যদি তার মতো করতে পারতাম, তাহলে খুশি হতাম। কৃষি খাতেও নেদারল্যান্ডসের সঙ্গে আমাদের কাজ আছে। 

[২.২] বেলজিয়ামের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, মূলত পায়রা বন্দর নিয়ে আমরা কথা বলেছি। যথারীতি ড্রেজিং-এর ব্যাপারে আলোচনা হয়েছে। 

[২.৩] ডেনমার্কের সঙ্গে শিপিং এবং শিপ বিল্ডিং নিয়ে কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ফ্রান্সের সঙ্গে আলোচনা হয়েছে জলবায়ু ইস্যুতে, এর মধ্যেই দেশটি আমাদের এই খাতে সহায়তা দিয়েছে। 

[৩] শেখ হাসিনা বলেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক থাকাতে সুবিধা হয়েছে। তাই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তারা জানতো, আমি জিতে আসবো। যারা চায়নি, তারাই প্রশ্ন তোলে। 

[৩.১] তিনি বলেন, এক দেশে নির্বাচনের পর ১১/১২ দিন পার হয়ে যায়, রেজাল্ট হয় না, সেটা ফেয়ার ইলেকশন। আর আমাদের দেশে ২৪ ঘণ্টায় রেজাল্ট হয়ে যায়, সেটা ফেয়ার না। ওরকম যদি আমাদের দেশে হতো, তাহলে খুশি হতো। বোধ হয় অনেকের মন খারাপ। তাদের মন ভালো হয়ে যাবে, অসুবিধে নেই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়