শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ২১ জুন, ২০২২, ০৯:১৭ রাত
আপডেট : ২১ জুন, ২০২২, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের কুটনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা

মহিউদ্দিন আহমদের মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

মহিউদ্দিন আহমদ

সুজিৎ নন্দী: গতকাল সোমবার সন্ধায় কুটনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদে বার্ধক্যজনিত রোগে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার  মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ  করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২১ জুন) শোকবাণীতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর নিমিত্তে পাশাপাশি লন্ডনস্থ ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’ সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক হাসনাত হোসাইন এমবিই এবং জাতির পক্ষ থেকে তার একটি প্রতিকৃতি ভাস্কয্য লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস চত্বরে এবং ঢাকায় জাতীয় যাদুঘরে স্থাপনের জন্য সরকারের প্রতি আবেদন করছি। তাকে সম্মানিত করলে দেশকে সম্মানিত করা হবে। মুক্তিযুদ্ধের
সঠিক ইতিহাস রচনায় সহায়ক হবে।

উল্লেখ্য যে, মরহুম মহিউদ্দিন আহমদ বিদেশস্থ প্রথম পাকিস্তানী কুটনীতিবিদ যিনি পাকিস্তানের সকল প্রকার সুযোগ সুবিধা অগ্রাহ্য করে আর্থিক দুরবস্থার মধ্যে বাংলাদেশের মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেনে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর পরামর্শক ও সহায়তাকারী হিসাবে। বাংলদেশে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব হবে তাঁকে প্রতিবছর স্মরণ করা এবং স্কুল টেক্স্ট র্বোডের বইতে তার জীবনী স্কুলে পড়ানো আবশ্যিক দায়িত্ব হিসাবে বিবেচিত হওয়া উচিত। 

তিনি সাধারণ জীবন যাপন করতেন, তার নিজস্ব কোন গাড়ী ছিলোনা, উত্তরা তার বাসভবন হতে তিনি পাবালক বাসে চলাফেরা করতেন। 

শোকবাণীতে তিনি আরও বলেন,‘মরহুম মহিউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ, অর্থনীতি,পররাষ্ট্রনীতি, গণতন্ত্র, মানবাধিকার, দারিদ্র, উন্নয়নসহ নানা বিষয়ে তাঁর বহুল বাংলা ও ইংরেজীতে দেশে-বিদেশে প্রকাশিত  লেখা এবং স্মৃতি, গুনাবলী আমাদের জাতির ইতিহাসে আজীবন উজ্জ্বল হয়ে থাকুক এটাই সকল মুক্তিযোদ্ধাদের কামনা। বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দি আহমদ এর মুত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন মানবিক, সৎ ও  মহৎ মনের অধিকারী। শোকবাণীতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়