শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ১১:৩৬ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মস্থলে যৌন হয়রানির শিকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা নিজ কর্মস্থলে প্রকাশ্যে বহিরাগতদের যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা করার পর ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পরিস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ শতাধিক নারী কর্মী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গতকাল শুক্রবার রাতে ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ শনিবার ধামরাই থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাইয়ের ইসলামপুর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা কাউসার হাবিবের ছেলে জোবায়ের হাবিব (২০), একই এলাকার শওকত আলীর ছেলে মেহেদী হাসান মিরাজ (১৮) ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টার এলাকায় বসবাসকারী হাসমত আলী ভূইয়ার ছেলে ইমন ভূইয়া (১৮)। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় বহিরাগত তিনজন ছেলে তাঁকে লক্ষ্য করে গান গায় এবং অশালীন মন্তব্য করতে থাকে। রিফফাত আরা তাঁদের কর্মকাণ্ডের ভিডিও মোবাইল ফোনে ধারণ করা শুরু করলে তাঁরা হাসপাতালের টিকা বুথের তাঁবুর কাছে চলে যান। সেখানেও কয়েকজন বসা ছিলেন। নূর রিফফাত আরা টিকা বুথের কাছে গিয়ে ভিডিও করতে থাকলে ওই তিনজন মোটরসাইকেলে চড়ে চলে যায়। সেখানে বসে থাকা কয়েকজন নূর রিফফাত আরাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত তিন জনসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘শুক্রবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের সময় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর রিফফাত আরাকে ইভটিজিং করার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নার্সদের ইনচার্জ মোরশিদা বেগম বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই আতঙ্কে আছি। আমাদের এখানে ৩৭ জন নার্স কাজ করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, ‘আমি নিজ কর্মস্থলে প্রকাশ্যে বহিরাগতদের ইভটিজিংয়ের শিকার হলাম। এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্সসহ শতাধিক নারী কর্মরত। তাঁদের নিরাপত্তা আমি কীভাবে নিশ্চিত করব? তাঁরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতের জন্য আনসার নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়