মনজুর-এ আজিজ: [২] আসন্ন ঈদ যাত্রায় আকাশপথে বেড়েছে যাত্রীদের চাপ। অনেকেই যানজটের ঝামেলা এড়াতে এবার আকাশ পথে যাতায়াতকে প্রাধান্য দিয়ে বিমান বাংলাদেশসহ নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সে দেশের বিভিন্ন রুটে টিকিট নিয়েছেন। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য মতে, ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত বিমানের কোনো আসন খালি নেই। এদিকে বিমান টিকিটে ১০ শতাংশ ছাড় দেওয়ায় যাত্রীরা আরও স্বাচ্ছন্দে আকাশ পথে ঈদ যাত্রা করছেন।
[৩] নাম প্রকাশ না করার শর্তে বিমানের ঊর্দ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন, এবার ঈদে যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনেকে আগে থেকেই টিকিট করে রেখেছেন। যাত্রীদের চাপ দেখে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হলেও ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত কোনো আসন খালি নেই। তবে সমস্যা হচ্ছে ঈদ যাত্রায় বিভিন্ন গন্তব্যে যাত্রী নামিয়ে ফ্লাইটটি খালি বা ফেরী ফ্লাইট ফিরে আসছে। ফিরতি পথে যাত্রী পেলে বিমান অনেক বেশি লাভ করতে পারত।
[৪] এদিকে শনিবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) থেকে টিকিট কেনার ক্ষেত্রে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিমান। বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব গন্তব্যের জন্য এই মূল্যছাড় প্রযোজ্য হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে এ ছাড় চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আপনার মতামত লিখুন :