শিরোনাম
◈ পাঠ্যবইয়ে যে পাঁচটি পরিবর্তন আসছে ◈ সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার গোলাম ফারুককে দেখা গেল কলকাতায় ◈ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার ◈ ধানমন্ডিতে বাসায় ঢুকে ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১৩ জনের ৮ জনই শিক্ষার্থী (ভিডিও) ◈ বেসিসের নতুন সভাপতি রাশিদুল হাসান ◈ মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ: রেমিটেন্স শাট ডাউনের হুমকি ◈ সায়মা ওয়াজেদকে নিয়ে আপত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জটিলতা তৈরি করবে ? ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ব্যয়বহুল লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা ◈ কুমিল্লার আহত জনি ও রাকিব চিকিৎসার অভাবে পঙ্গুতের পথে চাকুরী হারিয়ে চলছে মানবেতর জীবনযাপন ◈ টাঙ্গাইলে পাখির নিরাপত্তা আশ্রয় তৈরিতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন 

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বাসের রেষারেষিতে হাত হারানো মেধাবী ছাত্র রাজীবের মামলায় ২ জন আদালতে সাক্ষ্য দিলেন

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুই বাসের রেষারেষিতে হাত হারানো তিতুমির কলেজের মেধাবী ছাত্র রাজীবের মামলায় আজ আরও ২ জন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জসিমের আদালতে সাক্ষী দিয়েছেন। তারা হলেন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা আফতাব আলী ও দুর্ঘটনার পর রাজীবকে হাসপাতালে নিয়ে যাওয়া হাসান। এনিয়ে এখন পর্যন্ত এ মামলায় ৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

[৩] হাসান তার সাক্ষ্যে বলেন- ঘটনার ৫ মিনিট পর পিছনের বাস থেকে রাজিব পর্যন্ত পৌঁছাতে তার ১০-১৫ মিনিট সময় লাগে। সেখান থেকে শমরিতা হাসপাতালে তাকে নিয়ে যেতে আরও ২০/২৫ মিনিট সময় লাগে। সেখানে নেয়ার পর করতব্যরত চিকিৎসক রাজীবের রক্ত বন্ধ করার জন্য কোন ব্যবস্থা না নিয়ে তার আত্মীয় স্বজন বা পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন। এসময় সাক্ষী হাসানের সাথে কর্তব্যরত চিকিৎসকের বাক বিতণ্ডা হয় এমনকি সে সময় বিষয়টি হাতাহাতি পর্যায়ে চলে যায়। সাক্ষী হাসান আদালতকে আরও জানান, চিকিৎসকরা  তাৎক্ষনিভাবে রাজীবের রক্তক্ষরণ বন্ধের ব্যবস্থা নিলে রাজিব হয়ত বেঁচে যেত। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা আফতাব আলী আদালতে বলেন- তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে রাজীবের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন। পরবর্তীতে কতৃপক্ষ এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে অন্য একজনকে নিয়োগ দিলে তিনি তার তদন্ত কাজ বন্ধ করে নতুন তদন্ত কর্মকর্তাকে সকল কাগজপত্র বুঝিয়ে দেন। [৪] আসামী পক্ষের আইনজীবী কাজী মোহাম্মদ মনিরুজ্জমান (ডাবলু) ‘আমাদের নতুন সময়’কে এসব তথ্য জানিয়েছেন।

[৫] ০৩ এপ্রিল, ২০১৮ইং ঢাকার কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষির মধ্যে পড়ে একটি হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব। ওই ঘটনায় তিনি মাথায়ও আঘাত পান। ১৭ এপ্রিল, ২০১৮ইং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর আগে এ ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় তিনি নিজেই একটি এজাহার করেন। এজাহারটি তার পক্ষে তার চাচা জাকির হোসেন শাহবাগ থানায় নিয়ে যান।  

[৬] পটুয়াখালীর বাউফল উপজেলার বাঁশবাড়ি গ্রামের রাজীব ৩য় শ্রেণিতে পড়ার সময় মা এবং ৮ম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। ঢাকার মতিঝিলে খালার বাসায় থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ভর্তি হন স্নাতকে। পড়ালেখার ফাঁকে একটি কম্পিউটারের দোকানে কাজ করে নিজের আর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পড়ুয়া দুই ভাইয়ের খরচ চালানোর সংগ্রাম করে আসছিলেন এই তরুণ।

[৭] গত ০৩ এপ্রিল, ২০১৮ইং কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে বিআরটিসির যাত্রী রাজীবের ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথার সামনে- পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে।

[৮] এরপর প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হলেও সেখান থেকে পরে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। তার চিকিৎসার জন্য সেখানে গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ড। কিন্ত শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেলনা। সম্পাদনা : কামরুজ্জামান

এমএএল/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়