শিরোনাম
◈ উত্তরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত ◈ ৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার ◈ আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন: মোদির উদ্দেশে রাহুল (ভিডিও) ◈ ভারতে ‘বুলডোজার বিচার,’ শত সহস্র মুসলমান ঘর-বাড়িহারা ◈ বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা, পরিশ্রমী, সৃজনশীল ও সফল : রামোস-হোর্তা ◈ বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দু’টি চুক্তি সই ◈ গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে অভিযান, পুলিশের গাড়ি ভাংচুর, আটক ৬ ◈ (১৫ ডিসেম্বর) ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ◈ পৃথিবীতে সম্ভবত ড. ইউনূসই একমাত্র নেতা, যার এত যোগ্যতা: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট  ◈ সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫০ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] সিলেটে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনভার মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

[৩] বুধবার (২০ ডিসেম্বর) বেলা ৩টা ১০ মিনিটে নগরের আলিয়া মাদ্রাসার মাঠে প্রস্তুত মঞ্চে উঠেন তিনি। এসময় সমাবেশে আগতদের হাত নেড়ে অভিবাদন জানান।

[৪] মঞ্চে আরও উপস্থিত রয়েছেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাসহ আওয়ামী লীগের জাতীয় ও স্থানীয় নেতাকর্মীরা। 

[৫] এর আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

[৬] এরপর প্রটোকল বিহীন গাড়িতে করে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার ও হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন শেখ হাসিনা 

[৭] প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ থেকে দেশের অন্যান্য আসনগুলোতেও নৌকার প্রচারণা শুরু করেছেন নৌকার প্রার্থীরা।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়