শিরোনাম
◈ রাষ্ট্র মেরামতে সরকারের কেমন সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে : তারেক রহমান  ◈ বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যেকার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে : প্রধান উপদেষ্টা ◈ সিলেটের কোম্পানীগঞ্জে আবারও সংঘর্ষ, মাইকিং করে জড়ো করা হয় লোক, আহত অর্ধশতাধিক ◈ ডিম-মুরগির উৎপাদন জানুয়ারি থেকে বন্ধ রাখা নিয়ে যা জানালো পোল্ট্রি অ্যাসোসিয়েশন ◈ গুমের পর অনেককেই মাথায় গুলি করে হত্যা, মরদেহ ফেলা হয় নদীতে : তদন্ত কমিশন প্রতিবেদন ◈ চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই এসেছে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স ◈ মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত ◈ ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীল সমাজের অবদান? প্রশ্ন রিজভীর ◈ বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫০ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] সিলেটে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনভার মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

[৩] বুধবার (২০ ডিসেম্বর) বেলা ৩টা ১০ মিনিটে নগরের আলিয়া মাদ্রাসার মাঠে প্রস্তুত মঞ্চে উঠেন তিনি। এসময় সমাবেশে আগতদের হাত নেড়ে অভিবাদন জানান।

[৪] মঞ্চে আরও উপস্থিত রয়েছেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাসহ আওয়ামী লীগের জাতীয় ও স্থানীয় নেতাকর্মীরা। 

[৫] এর আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

[৬] এরপর প্রটোকল বিহীন গাড়িতে করে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার ও হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন শেখ হাসিনা 

[৭] প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ থেকে দেশের অন্যান্য আসনগুলোতেও নৌকার প্রচারণা শুরু করেছেন নৌকার প্রার্থীরা।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়