শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ০৫:৫১ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই, খোলা বাজারে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা

মাসুদ আলম: [২] ঈদের আগেই রাজধানীর ভোজ্যতেলের বাজারে অস্থিতরা দেখা দিয়েছে। ক্রেতারা তেলের খোঁজে বাজারে কিংবা পাড়া মহল্লার মুদি দোকানে ঘুরছেন । কিন্তু সেসব দোকানে তেল মিলছে না।  ১০ দোকান ঘুরে কোনো একটিতে পাওয়া গেলেও সেখানে মিলছে শুধু ৫ লিটারের বোতল। সেটিও কিনতে হলে গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫০ থেকে ৩০০ টাকা বেশি। 

[৩] খোলা সয়াবিন ও পাম  তেলের সরবরাহ পরিস্থিতি আরও ভয়াবহ। এমন পরিস্থিতিতে বেশির ভাগ মুদি দোকানি এখন দোকানে তেলই তুলছেন না। 

[৪] ভাটারা নুরেরচালা হৃদয় জেনারেল স্টোরের মালিক একন মোল্লা বলেন, দুই সপ্তাহ ধরে কোম্পানি গুলো তেলের অর্ডার নিচ্ছে না। কোনো ধরনের বোতলজাত তেল নেই। সয়াবিন কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা বেড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাম অয়েল কেজিতে ৪০ টাকা বেড়ে ১৯০ টাকা বিক্রি করা হচ্ছে। 

[৫] আমদানিকারক ও মিলারদের দাবি, লিটারপ্রতি ৫০ টাকা লোকসান দিয়ে তারা আর ব্যবসা করতে চান না। সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে বাড়াতে হবে তেলের দাম। বিশ্ববাজারে ভোজ্যতেলের দামের ব্যাপক ঊর্ধ্বগতি। এছাড়া পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞার কারণে দেশের বাজারেও দর সমন্বয় করতে হবে।

[৬] ভাটারা ঢালীবাড়ির বাসিন্দা সালেক ঢালী বলেন, দুই একটি দোকান ছাড়া কোথাও তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও পাওয়া গেলেও লিটার প্রতি ৫০ টাকা বেশি চাওয়া হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়