শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ১৬ জুন, ২০২২, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২২, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিডির বাজেট সংলাপে পরিকল্পনামন্ত্রী

‘পদ্মা সেতুর অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করছে বিএনপি’

এম এ মান্নান

মাসুদ আলম: বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বাজেট সংলাপে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, কারসাজি করে পদ্মা সেতু বানানো যায় না, কারসাজি করে বাড়ি বাড়ি বিদ্যুৎ দেওয়া যায় না, মানুষের গড় আয়ু বাড়ানো যায় না। এগুলো যারা বলেন তারা হতাশা থেকে বলেন।

তিনি বলেন, এখানে অনেক তরুণ আছেন যারা পার্টি (অনুষ্ঠান) পছন্দ করেন। অনেকেই পার্টি স্পয়লার আছেন যারা পার্টি পছন্দ করেন না। ১৮ কোটি মানুষ যখন পদ্মা সেতু নিয়ে লাফাচ্ছে, উচ্ছ্বসিত- দেশ জুড়ে পার্টি চলছে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তারা মূলত ক্রোধের আগুনে জ্বলছেন। তারা নিজেদের হতাশা আর ব্যর্থতায় জ্বলছেন। তারা পদ্মা সেতুর অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করছেন। যদিও তারা তা পারবেন না। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী। 

সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে এম এ মান্নান বলেন, রোড টু ডেমোক্রেসি, রোড টু ইলেকশন, রোড টু পাওয়ার ইজ ওপেন। আপনারা কুমিল্লায় দেখেছেন, অন্যখানেও দেখেছেন। আই মেইক অ্যান আপিল, পথে আসুন, নির্বাচনে আসুন। ক্ষমতা নিন, সুন্দর করে দেশ শাসন করুন।
বিদেশে পাচার করা টাকা কর দিয়ে দেশে ফিরিয়ে আনার সুযোগের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এই বিষয়ে কিছু বলতে চাই না। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, ইট ওয়াজ নট এ ডেস্পারেশন আনলেস ইট ইজ নট এ ক্রিমিনাল অ্যাক্ট। চুরি করা টাকা চোর না দেওয়া পর্যন্ত আমি তো জানি না তিনি চোর না ডাকাত না সাধু। চোর যদি নিজে বলেন আমি চুরি করেছি, তখন তাকে একটা উপায় দেওয়া হয়েছে।

এর জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের কর্তৃত্ববাদী সরকার বলা হয়েছে। আমরা জনগণের সরকার। আপনি বলে দিলেন, আমরা হয়ে গেলাম, উই ডিনাই ইট। এইগুলা যতোদিন পর্যন্ত আপনারা বলতে থাকবেন ততদিন সুষ্ঠু রাজনীতি আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়