মাজহারুল মিচেল: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল বুধবার (৬ ডিসেম্বর) মোমেন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্ল্যানারিতে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সেখানে তিনি বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
[৩] তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের অ্যাকশন ফর পিসকিপিং এজেন্ডার সাতটি অগ্রাধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির মূলনীতিতে নিহীত আমাদের নীতিগত অবস্থান একটি পথপ্রদর্শক শক্তি হিসেবে কাজ করে। এই অবস্থানটি ধারাবাহিকভাবে আমাদেরকে শান্তির সংস্কৃতির প্রচার, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং শান্তি বিনির্মাণে সহায়তাসহ জাতিসংঘের শান্তি প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
[৪] এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আক্রাতে হাঙ্গেরির পররাষ্ট্র ও দেশটির বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জার্তোর সঙ্গে বৈঠক করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সম্পাদনা : সমর চক্রবর্তী
আপনার মতামত লিখুন :