শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৩ জুন, ২০২২, ১০:২৭ রাত
আপডেট : ১৪ জুন, ২০২২, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৬

২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য

বিদ্যুৎ

সালেহ্ বিপ্লব: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ২০০৯ সালে জনসংখ্যার মাত্র ৪৭ শতাংশ বিদ্যুতের আওতায় ছিল। 

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর জোর দেয়। ফলে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৭ থেকে এখন ১৫২ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও ৪,৯৪২ মেগাওয়াট থেকে ২৫,৫৬৬ মেগাওয়াটে দাঁড়িয়েছে।

এখন মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২২০ কিলোওয়াট থেকে ৫৬০ কিলোওয়াটে উন্নীত হয়েছে এবং বিদ্যুতের বিতরণ ক্ষতি ৫.৮৫% কমেছে।

ট্রান্সমিশন লাইনের ক্ষমতা ৮,০০০ সার্কিট কিলোমিটার থেকে বেড়ে ১৩,৫১৮ হয়েছে এবং বিতরণ লাইন ২,৬০,০০০ কিলোমিটার থেকে ৬,২৬,০০০ কিলোমিটারে দাঁড়িয়েছে।

নবায়নযোগ্য শক্তির উৎস থেকে জাতীয় গ্রিডে ৭৮৮.২ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হয়েছে। যার মধ্যে সৌর শক্তি ৫৫৪.২১ মেগাওয়াট বিদ্যুৎ, বায়ুু ২.৯ মেগাওয়াট, হাইড্রো ২৩০ মেগাওয়াট, বায়োগ্যাস ০.৬৯ মেগাওয়াট বিদ্যুৎ এবং বায়োমাস ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুত উৎপাদন ক্ষমতা ২০২২ সালের জুন মাসে ২৫,৫৬৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে, যা ২০০৯ সালের জানুয়ারিতে ছিল ৪,৯৪২ মেগাওয়াট। এর মধ্যে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং ২৪,৪০৬ মেগাওয়াট স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে।

তিনি বলেন, দেশে ৪৯২টি উপজেলা রয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৪৬২টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৬ অনুযায়ী দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের পথে হেঁটে চলেছে। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়