শিরোনাম
◈ এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামী দলের নেতারা ◈ আইনজীবী হত্যায় কে ও কী বলছে ইসকন, তদন্তে পুলিশ ◈ চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথবাহিনীর অভিযানে আটক ২০ ◈ উসকানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের ◈ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা নেতানিয়াহুর ◈ এবার বিদেশে বসে শেখ হাসিনার সাথে আওয়ামী নেতাদের টেলিকনফারেন্স! (ভিডিও) ◈ কূটনৈতিক জোন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি লাপাত্তা ◈ সাম্প্রদায়িক উদ্দেশে চিন্ময় কৃষ্ণ সন্ত্রাসী সমর্থকগোষ্ঠী তৈরি করেছে: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ইমরান খান মুক্তি না পেলে ডি-চক ছাড়বেন না বুশরা বিবি, ‘ডি-চক’ আসলে কী? ◈ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ইস্যু, ভারতে বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২৩, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী 

আনিস তপন: [২] শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আসাদুজ্জামান খান কামাল। সেখানে মহানগর সার্বজনীন পূজাকমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব-২০২৩ এ আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

[৩] মন্ত্রী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সে পরিচয় বড় নয়। বড় কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি।

[৪] তিনি বলেন, আমাদের ঐতিহ্য  হলো, এদেশে আমরা সবাই  মিলেমিশে শান্তির সঙ্গে বসবাস করি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথনির্দেশনা মেনে চলি বলে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ধর্মীয় এসব অনুষ্ঠানে আমরা সবাই মিলে আনন্দ করে থাকি।

[৫] মন্ত্রী বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর হতে প্রতি বছরই পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে। এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সংখ্যার দিক দিয়ে যা গত বছরের চেয়ে বেশি। পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন- শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। পাশাপাশি  গোয়েন্দা বাহিনী কাজ করছে যাতে কোনো দুস্কৃতিকারী কোনো গুজব বা অন্য কোনো নাশকতা করতে না পারে।

[৬] তিনি বলেন, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তারাই পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে নাশকতা করতে চেষ্টা করে। কোনো দুস্কৃতিকারী যেন কোনো ধরণের অপকর্ম করতে না পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়