শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ১১ জুন, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২২, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন

মানুষ তথ্য চায় না, চায় সম্পদের অংশ

এম এ মান্নান

খালিদ আহমেদ: তথ্য অধিকার আইন বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ তথ্য চায় না, চায় সম্পদের অংশ। শনিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও দ্য এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে এক সংলাপে মন্ত্রী একথা বলেন। এনজিও ও গনমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতকরন ও অভিজাত শ্রেণির মতের ওপর প্রভাব বিস্তার' এই বিষয়ের ওপর সংলাপটির আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। সংলাপে অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের আয়োজনে নানা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া ছয় বিভাগীয় শহরের প্রতিনিধিরা। তারা বলেন তথ্য অধিকার আইন বাস্তবায়নের পথে আমলাতান্ত্রিকতা প্রধান বাধা নয়। 

গ্রামের মানুষের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ ধন-সম্পদ চায় না। গ্রামের মানুষ সুপেয় পানি চায়, আলো চায়, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন চায়, গ্রামের মানুষ সড়ক চায়। আমি কথা রেখেছি, গ্রামের মানুষের জন্য এসব করেছি। আর এটা সম্ভব হয়েছে বর্তমানে জনবান্ধব আওয়ামী লীগ সরকার থাকার কারণে। 

রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, আমি গ্রামের ছেলে, নিম্নআয়ের পরিবার থেকে উঠে এসেছি। জীবনের তাগিদে ব্যবসা-চাকরি করেছি। গ্রামের মানুষের কষ্টের কথা বুঝি, হাওরের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের কষ্ট আমাকে পীড়া দেয়। 
তথ্য কমিশনার সুরাইয়া বেগম, এশীয়ান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ সংলাপে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়