শিরোনাম

প্রকাশিত : ১১ জুন, ২০২২, ০১:৫৯ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২২, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতু উদ্বোধন

জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান

খালিদ মাহমুদ চৌধুরী

মাজহারুল ইসলাম: চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একই সঙ্গে সারা দেশেও উৎসবের আয়োজন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ এখানে আসবেন, তারা যেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারেন তার সব সুযোগ-সুবিধা করা হচ্ছে। 

শনিবার সকাল ৯টার দিক প্রতিনিধিদলটি স্পিডবোটযোগে এসে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করে। এ সময় তারা লঞ্চঘাট ও জনসভাস্থল পরিদর্শন করেছে। 

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবেই নৌপরিবহণ মন্ত্রণালয় কাজ করছে। ৩০০’র বেশি বড় ও মাঝারি লঞ্চ এ জনসভায় আসবে। দেশের ৫০ বছরের ইতিহাসে এত বড় উৎসবমুখর অনুষ্ঠান আর হয়নি। যা ২৫’জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে হতে যাচ্ছে। ১৭ কোটি মানুষের দেশটিই সেদিন থাকবে পদ্মা সেতুর জনসভার দিকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়