শিরোনাম
◈ বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৪ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হবিগঞ্জের যুধিষ্ঠির

জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: [২] আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। পুরস্কারের আয়োজক নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ ওয়েবসাইটটি বিষয়টি প্রকাশ করেছে। 

[৩] কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, 'যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস একজন ১৬ বছর বয়সী শিশু জলবায়ু অধিকারকর্মী। যুধিষ্ঠির মূলত জলবায়ু ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন ২০২০ সাল থেকে ‘ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস’ নামের একটি ইয়ুথ নেটওয়ার্কের সঙ্গে। তিনি বিশ্বাস করেন জলবায়ু পরিবর্তন সংকট মানে একটি শিশুর অধিকার সংকট সুতরাং, জলবায়ু পরিবর্তন মোকাবেলার অধিকার একটি শিশুর অধিকার।' 

[৪] জানা গেছে, বাংলাদেশের ৪৪টি জেলাসহ বিশ্বের ২০টি দেশ সমন্বয়ে মোট ১৫ হাজারেরও বেশি তরুণদের নিয়ে কাজ করছে সংগঠনটি। বর্তমানে তিনি ইয়ুথনেটের গ্লোবাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন বিশ্বের ৩০০ এরও বেশি সদস্য নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। 

[৫] তিনি আন্তর্জাতিক সংগঠন 'Mock COP'এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছেন এছাড়াও ২০১৭ সাল থেকে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব,হবিগঞ্জ এ তিনি কাজ করছেন। জলবায়ু পরিবর্তন ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন দেশের ও আন্তর্জাতিক আরও অন্যান্য বড় বড় সংগঠনেও।

[৬] তিনি আসন্ন কপ২৮ এ সামনে রেখে বিশ্বনেতাদের উদ্দেশ্য জানান, "COP28-এ ক্ষয়ক্ষতি ও ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠা ও তহবিল গঠনের জন্য ট্রানজিশনাল কমিটি, দেশ এবং কর্পোরেশনের কাছ থেকে জরুরি এবং কংক্রিট পদক্ষেপের জন্য, কমিটিকে তহবিলের জন্য একটি শিশু-কেন্দ্রিক এবং মানবাধিকার-ভিত্তিক পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই, আলোচনা ও বাস্তবায়নের সকল পর্যায়ে সুশীল সমাজ এবং ফ্রন্টলাইন সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ  যেন নিশ্চিত হয়। শিশুদের প্রভাবিত করা ক্ষতি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য দায়িত্ব নেওয়ার উপযুক্ত সময় এসেছে"

[৭] ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়। এই ক্যাটাগরিতে বিশ্বের ৪৬ দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কার দেওয়া হবে।

 আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত লিঙ্ক দেখতে এখানে ক্লিক করুন। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়