সালেহ্ বিপ্লব: [২] মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের পথে বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য হলো অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করা।
[৩] সোমবার (যুক্তরাষ্ট্র সময়) এক ব্রিফিংয়ে তিনি প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন; কারো পক্ষ নেওয়া নয়।
[৪] আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা আগে যেমনটা বলেছি, এখনো বলবো। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনও গত মে মাসে ভিসানীতি ঘোষণার সময় আমাদের ভিসানীতির উদ্দেশ্য জানিয়েছিলেন।
[৫] তিনি মনে করিয়ে দেন এই ভিসানীতিতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য, সরকার এবং রাজনৈতিক বিরোধী পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :