শিরোনাম
◈ বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর ◈ আমেরিকার মাটিতে ৯/১১-র ধাঁচে বিস্ফোরণের ছক ভেস্তে দিলেন গোয়েন্দারা ◈ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ◈ আজ আত্মপ্রকাশ করবে ‘জাতীয় নাগরিক কমিটি’ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ পর্যটক না আসায় ধুঁকছে কলকাতার যেসব অঞ্চল ! ◈ ক্রিকেটার সাকিবকে পছন্দ করেন সবাই, ব্যক্তি সাবিকে অপছন্দ অনেকের ◈ ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ওপর নজর রাখার বিষয় নিয়ে যা বলল ভারতীয় বিশেষজ্ঞরা ◈ ভারতে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত ২৮ ◈ আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ, এক দিনে ঢুকেছে প্রায় ৫০০ ◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২২, ১০:২৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২২, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন

১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

মনিরুল ইসলাম: জনশুমারি ও গৃহগণনায় জনগণ যাতে সক্রিয় অংশ নিয়ে সঠিক তথ্য দেয়, সেজন্য সরকারি ও বিরোধী দলীয়  সংসদ সদস্যের সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী জানান, শুমারি শুরুর আগে  প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সোমবার সংসদে ৩০০ বিধির এক বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী বলেন, সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ,  অন্যান্য হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যকে আমি ব্যক্তিগতভাবে সার্বিক সহায়তা চেয়ে উপানুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। এই মহান সংসদে আমি পুনরায় আমার এই সহযোগিতার আবেদন পুনর্ব্যক্ত করছি।

দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারা দেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাত দিন একযোগে জনশুমারি ও গৃহ গণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মন্ত্রী জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি উদ্বোধনী খাম সংবলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।

তিনি বলেন, শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন। এছাড়া, বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

মন্ত্রী তার বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন। তিনি সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের এ কাজে সার্বিক সহযোগিতা চান।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়